অসুস্থ বাচ্চাকে মুখে নিয়ে হাসপাতালে মা কুকুর, ভিডিও ভাইরাল

কথায় আছে, মায়ের ভালবাসার চেয়ে বড় কিছু হয় না। সন্তানের জন্য অসম্ভবকে সম্ভব করতে পারেন মায়েরা। এক্ষেত্রে পিছিয়ে নেই বন্য প্রাণীরাও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তুরস্কের এমন একটি হৃদয়বিদারক ঘটনার ভিডিও বিস্মিত করেছে নেটিজেনদের। যেখানে দেখা যায়, বৃষ্টির মধ্যে অসুস্থ একটি বাচ্চাকে মুখে করে নিয়ে পশু হাসপাতালে হাজির হয়েছে এক মা কুকুর।

বাচ্চাকে হাসপাতালের দরজার সামনে রেখে ভেতরে উঁকি মারতে থাকে সে। প্রথমে ভেতরের লোকজন ব্যাপারটিকে বুঝতে না পারলেও কিছুক্ষণ পর অচেতন কুকুরছানাটিকে দেখতে পান এবং তুলে নিয়ে চিকিৎসা শুরু করেন। সময়মতো চিকিৎসা পাওয়ায় সুস্থ হয়ে ওঠে শাবকটি। এরপর থেকে মা তার বাচ্চাদের নিয়ে হাসপাতালেই রয়েছে।

হাসপাতালে শাবকসহ মা কুকুর

সাহায্যের জন্য মা কুকুরের এমন মরিয়া আবেদনের ভিডিও বিশ্বজুড়ে প্রাণী প্রেমীদের মন কেড়েছে। অনেকেই সেই হাসপাতালে খোঁজ নিয়েছেন, সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং কুকুর পরিবারকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

ইস্তাম্বুলের আলফা ভেটেরিনারি নামক সেই হাসপাতালের কর্মীরা জানান, এ ঘটনার আগে একজন পশুপ্রেমী রাস্তায় পাওয়া একটি কুকুরছানা নিয়ে ক্লিনিকে এসেছিলেন। এরপর সে কুকুরছানার মা আরেকটি বাচ্চাকে মুখে করে নিয়ে বাঁচাতে হাসপাতালে ছুটে আসে।

হাসপাতালের ডা. ওঘান জানান, মা কুকুর ও তার দুই বাচ্চাকে ভালভাবে উদ্ধার করা হয়েছে। মূলত মায়ের দুধ না পাওয়ায় অসুস্থ হয়ে পড়ে বাচ্চাগুলো। এখন সবকিছু ঠিকঠাক চলছে। শাবক দুটি চিকিৎসায় সাড়া দিচ্ছে।

মা কুকুরের এমন বুদ্ধিমত্তা এবং বাচ্চার প্রতি তার ভালবাসা স্পর্শ করেছে চিকিৎসককেও। তার ভাষ্য, এই হৃদয়গ্রাহী গল্পটি নিঃশর্ত ভালবাসা এবং উত্সর্গীকরণ প্রাণীদের একটি অনুস্মারক, বিনিময়ে তাদের জন্য একই সমবেদনা দেখাতে আমাদের অনুপ্রাণিত করে।