কুকুরের গুলিতে আহত হলেন তার মালিক। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায়। সেই ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি। এই তথ্য দিয়েছে শিলিংটন পুলিশ বিভাগ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত প্রায় ১১টা ১৩ মিনিটে গুলিবিদ্ধ একজন মানুষের খবর আসে। খবর নিউইয়র্ক টাইমসের।
৫৩ বছর বয়সী এই মানুষটির পিঠে গুলির আঘাত ছিল। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ঘটনাস্থলে যাওয়ার পর কর্মকর্তারা জানতে পারেন যে একটি কুকুর ‘বিছানায় লাফিয়ে উঠলে বন্দুকটি থেকে গুলি ছুটে যায়।’
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় পায়। তখনো তার জ্ঞান ছিল। তিনি পুলিশকে বলেন যে ঘটনার আগে তিনি তার বন্দুক পরিষ্কার করছিলেন।
বন্দুকটি ছিল একটি শটগান। তিনি বন্দুকটি বিছানায় রাখেন। এরপর তিনি বিছানায় বসেন। তখন তার একটি কুকুর বিছানায় লাফ দেয়। এতেই ঘটে ঘটনাটা।
পুলিশ জানায়, ঘটনার সময় বাড়িতে ওই ব্যক্তি ও তার ছেলে ছাড়া আর কেউ ছিল না। বাড়িতে আরও দুটি কুকুর ছিল। ছেলেটি তখন ঘরে ছিল না।
পরে চিকিৎসাকর্মীরা এসে আহত মানুষটিকে হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানায় যে তিনি হাসপাতালে পৌঁছানোর পরই ‘অস্ত্রোপচার করা হয়’।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রথম ধাপের অস্ত্রোপচার শেষ তাকে বৃহস্পতিবার আরেকটি অস্ত্রোপচার করা হয়েছে।
তার বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসকরা। পুলিশ এ-ও জানায় যে ঘটনাটি আপাতত দুর্ঘটনা মনে হচ্ছে। তবে তদন্ত এখনো চলছে।
