বছরের পর বছর মেটাভার্সে মনোযোগ দেওয়ার পর, এবার তার মূল প্ল্যাটফর্ম ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে মেটা কর্তৃপক্ষ। ব্যয় হ্রাস এবং বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের (জেন-জেড) ধরে রাখার লক্ষ্যে ফেসবুক এবার তার মূল উদ্দেশ্যগুলোতে ফিরে আসছে যা হলো বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী এই পরিবর্তনগুলো চালু হবে, যার কিছু অংশ প্রাথমিকভাবে মোবাইল সংস্করণে দেখা যাবে।
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে তরুণ ব্যবহারকারীর সংখ্যায় প্রবৃদ্ধি কমতে থাকায় মেটা প্ল্যাটফর্মের অভিজ্ঞতা ঢেলে সাজাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নেভিগেশন বারে।
তরুণ প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা মার্কেটপ্লেসকে এখন অ্যাপের নিচের নেভিগেশন বারে স্থান দেওয়া হয়েছে। আগে এটি ‘More’ মেনুর ভেতরে লুকানো ছিল। এই বারে মার্কেটপ্লেসের পাশাপাশি রিলস এবং বন্ধু সংক্রান্ত অপশনগুলোও থাকবে।
ফেসবুক তার বন্ধুত্ব-কেন্দ্রিক অভিজ্ঞতাকে আরও মজবুত করতে কাস্টমাইজেশন এবং ভিজ্যুয়াল কনটেন্ট দেখার ধরনে পরিবর্তন এনেছে।
বন্ধুত্বভিত্তিক অভিজ্ঞতা আরও জোরালো করতে প্রোফাইল ট্যাব আগের অবস্থানে রাখা হয়েছে। ব্যবহারকারীরা এখন তাদের পছন্দ মতো সেটিংস কাস্টমাইজ করতে পারবেন।
ইনস্টাগ্রামের ধাঁচে ডাবল ট্যাপ করে লাইক করার সুবিধা আনা হয়েছে। ছবিগুলো এখন একটি গ্রিডে সাজানো থাকবে এবং ক্লিক করলে তা ফুল স্ক্রিনে দেখা যাবে।
সার্চ পেজেও ইন্টারেকটিভ গ্রিড ডিজাইন যোগ করা হচ্ছে, যা ছবি ও ভিডিওকে আরও গভীরভাবে অনুসন্ধানের সুযোগ দেবে।
যোগাযোগকে আরও সহজ করতে কমেন্ট সেকশন এবং পোস্ট তৈরির প্রক্রিয়াতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
সহজ রিপ্লাই, আরও বেশি দৃশ্যমান ব্যাজ (Visible Badges), পিনিং টুল এবং মডারেশন টুলের উন্নতি করা হয়েছে।
বিরক্তিকর মন্তব্য মোকাবিলায় থাকছে নতুন সুবিধা-অ্যানোনিমাসভাবে মন্তব্য রিপোর্ট করার অপশন।
স্টোরি ও পোস্ট তৈরির প্রক্রিয়া সহজ হচ্ছে। মিউজিক যোগ করা এবং বন্ধু ট্যাগ করার সুবিধা আরও সামনে আনা হয়েছে।
ব্যবহারকারীরা যাতে আরও ব্যক্তিগতকৃত এবং পছন্দের কনটেন্ট ফিডে পান, সেই দিকেও নজর দিয়েছে মেটা।
ফিডে কোনো পোস্ট পছন্দ না হলে ব্যবহারকারীরা এখন তার কারণ জানাতে পারবেন। এই ফিডব্যাক ফিডকে আরও ব্যক্তিগতকৃত করতে সাহায্য করবে।
প্রোফাইলে আগ্রহ, শখ, ভ্রমণ তথ্যসহ নানা তথ্য যোগ করার সুবিধা যুক্ত করা হয়েছে, যা মিল থাকা বন্ধুদের সঙ্গে সংযোগ স্থাপন আরও সহজ করবে। তবে এই তথ্য ব্যবহারকারীর অনুমতি ছাড়া ফিডে স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ হবে না।
মেটার এই নতুন দিকনির্দেশনা স্পষ্টতই প্ল্যাটফর্মটির মূল যোগাযোগ এবং সামাজিক অভিজ্ঞতাকে সহজ ও আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্য নিয়ে গৃহীত হয়েছে, যা তরুণ ব্যবহারকারীদের জন্য ফেসবুককে পুনরায় প্রাসঙ্গিক করে তুলতে পারে।