এক্স-কে টেক্কা দিয়ে এবার বিজ্ঞাপনের বাজারে নামছে থ্রেডস

জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম 'থ্রেডস'-এ এবার বিজ্ঞাপন দেখানোর ঘোষণা দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। আগামী সপ্তাহ থেকে বিশ্বজুড়ে ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এই বিজ্ঞাপন সুবিধা চালু করা হবে। মূলত প্ল্যাটফর্মটিকে বাণিজ্যিকভাবে আরও শক্তিশালী করতেই মেটা এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) এক ব্লগ পোস্টে মেটা জানায়, থ্রেডসে বিজ্ঞাপন চালুর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সরাসরি সাধারণ ব্যবহারকারীদের আলোচনার সঙ্গে যুক্ত হতে পারবে। এর ফলে ব্র্যান্ডগুলো তাদের আগ্রহী গ্রাহকদের কাছে পৌঁছানোর নতুন একটি সুযোগ পাবে।

মেটা জানিয়েছে, বিজ্ঞাপন চালুর এই প্রক্রিয়াটি একবারে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এটি পুরোপুরি বিশ্বব্যাপী কার্যকর হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। উল্লেখ্য যে, গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও জাপানে সীমিত পরিসরে থ্রেডসে বিজ্ঞাপনের পরীক্ষামূলক কার্যক্রম চালিয়েছিল মেটা।

থ্রেডসের ক্রমবর্ধমান জনপ্রিয়তা

২০২৩ সালের জুলাইয়ে যাত্রা শুরু করা থ্রেডস খুব অল্প সময়েই বিশাল ব্যবহারকারী গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছে।

  • সক্রিয় ব্যবহারকারী: মেটা সিইও মার্ক জাকারবার্গের তথ্যমতে, থ্রেডসের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা বর্তমানে ৪০ কোটির বেশি।
  • প্রতিদ্বন্দ্বিতা: ডেটা বিশ্লেষণা সংস্থা সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, দৈনিক মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় থ্রেডস ইতিমধ্যে ইলন মাস্কের মালিকানাধীন 'এক্স' (সাবেক টুইটার)-কে ছাড়িয়ে গেছে।

ওয়াল স্ট্রিটের বিশ্লেষকদের মতে, থ্রেডসে বিজ্ঞাপন চালু হওয়া মেটার আয়ের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। যেহেতু প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীর সক্রিয়তা বাড়ছে, তাই এটি দ্রুতই মেটার বড় রাজস্ব উৎসে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞাপনের পাশাপাশি এখানে নতুন বিজ্ঞাপন ফরম্যাট এবং তৃতীয় পক্ষের মাধ্যমে ভেরিফিকেশন সেবাও যুক্ত করার পরিকল্পনা রয়েছে মেটার।

সোশ্যাল মিডিয়া বিশ্লেষকদের মতে, কয়েকশ মিলিয়ন ব্যবহারকারী হয়ে যাওয়ার পর একটি প্ল্যাটফর্মকে বাণিজ্যিকভাবে কাজে লাগানো স্বাভাবিক প্রক্রিয়া। তবে থ্রেডসের মূল আকর্ষণ হলো এর ছিমছাম পরিবেশ। মেটা আশ্বাস দিয়েছে যে, বিজ্ঞাপন যেন ব্যবহারকারীদের আলোচনার স্বাভাবিক ধারায় ব্যাঘাত না ঘটায় সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। তবে বিজ্ঞাপনের আধিক্য ব্যবহারকারীর অভিজ্ঞতায় কতটা প্রভাব ফেলে, তা দেখার বিষয়।

আগামী সপ্তাহেই মেটা তাদের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে, যেখানে থ্রেডস থেকে সম্ভাব্য আয়ের বিষয়টি বিনিয়োগকারীদের জন্য বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।