অস্ট্রেলিয়া তৈরি করবে বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পিউটার

বিশ্বের প্রথম ত্রুটি-সহনশীল বাণিজ্যিক কম্পিউটার বা ফল্ট-টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটার তৈরি করবে অস্ট্রেলিয়া। এর জন্য অস্ট্রেলিয়ার সরকার প্রায় ১০০ কোটি অস্ট্রেলিয়ান ডলার (৬০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগ করেছে। 

কোয়ান্টাম কম্পিউটারকে বলা হয় কম্পিউটিং জগতের ভবিষ্যৎ। বর্তমানে গুটি কয়েক কোম্পানি এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। তারা উল্লেখযোগ্য অগ্রগতিও করেছে বলে জানা যায়। এর মধ্যে গুগল, আইবিএম ও মাইক্রোসফটের মতো বড় কিছু কোম্পানি এই প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে।

স্টার্টআপ সাইকোয়ান্টামও একই পথে হাঁটছে। অস্ট্রেলীয় গবেষক জেরেমি ও’ব্রায়েন এবং টেরি রুডলফ স্টার্টআপটি প্রতিষ্ঠা করেছেন। 

সিলিকন চিপ ও ফটোভোলটাইক উৎপাদনে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। এ জন্য কোয়ান্টাম কম্পিউটারের প্রযুক্তি যেন দেশেই থাকে তা নিশ্চিত করার চেষ্টা করছে দেশটি। এ লক্ষ্যেই স্টার্টআপটিতে এত বিনিয়োগ। সূত্র: স্পেস ডট কম