স্মার্টফোনে ব্লুটুথ চালু রাখলেই বিপদ!

অনেকেই স্মার্টফোনে ব্লুটুথ অন রেখে ইয়ারফোন বা ইয়ারবাড কানেক্ট করে রাখেন। এছাড়া ডাটা আদান-প্রদানের ক্ষেত্রেও অনেকে ব্লুটুথ ব্যবহার করে থাকেন। ব্লুটুথ ব্যবহারে অবশ্য কোনো সমস্যা নেই। তবে অনেকেই কাজ শেষ হলে ব্লুটুথ অফ করেন না। এটিই দুশ্চিন্তার ও সমস্যার বিষয়।

কারণ ব্লুবাগিংয়ের মাধ্যমে সেই ফোন হ্যাক হয়ে যেতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, হ্যাকাররা ব্লুটুথের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে যে কোনো ডিভাইসের অ্যাক্সেস পেতে পারে। যারা সবসময় ব্লুটুথ চালু রাখে, তাদের জন্য এটি ক্ষতিকর। এই পদ্ধতিতে বলা হয় ব্লুবাগিং।

ব্লুবাগিং কী?
ব্লুবাগিং এমন একটি শব্দ, যা সম্পর্কে বেশিরভাগ ব্যবহারকারীই সচেতন নয়। কিন্তু, এটি ব্যবহারকারীদের জন্য বিপজ্জনক হতে পারে। এর মাধ্যমে হ্যাকাররা যে কোনো ডিভাইস হ্যাক করে, যে কোনো স্পর্শকাতর তথ্য চুরি করতে পারে। এমনকি ব্যাংকের নাম করেও আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করতে পারে। সহজ কথায়, ব্লুবাগিং হলো এমন একটি পদ্ধতি, যাতে হ্যাকাররা ব্লুটুথের সাহায্যে যে কোনো ফোন হ্যাক করে এবং এতে ম্যালওয়্যার ইনস্টল করে।

এই বিপদ এড়াতে পারেন যেভাবে:

•   নিজেদের ব্লুটুথ পাসওয়ার্ড শক্তিশালী রাখতে হবে, বেশিরভাগ ব্যবহারকারী ১২৩৪ বা কিছু সাধারণ পাসওয়ার্ড রাখে, যা হ্যাক করা সহজ।
•    প্রয়োজনে স্বয়ংক্রিয় যোগদান বিকল্পটি চালু করতে হবে। অন্যথায় এটি সব সময় বন্ধ রাখুন।
•    প্রথমেই সংযুক্ত ডিভাইসগুলো সরাতে হবে।
•    কাজের সময় ব্লুটুথ চালু রাখা উচিত নয় এবং বিশেষ করে পাবলিক প্লেসে এই ভুল করা উচিত নয়।
•    সম্ভব হলে ভিপিএনও ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখতে হবে যে, ভিপিএন সুরক্ষিত হওয়া উচিত।