গুগল সার্চকে আরও বুদ্ধিমান ও কার্যকর করতে একটি নতুন এআই-চালিত ফিচার চালু করেছে, যার নাম ‘ওয়েব গাইড’। এই ফিচার ব্যবহারকারীর অনুসন্ধানের বিষয়গুলোকে ধারাবাহিক ও গোছানোভাবে উপস্থাপন করবে, যাতে তারা সহজে ও দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারেন।
কীভাবে কাজ করবে ‘ওয়েব গাইড’
গুগলের নিজস্ব জেমিনি এআই মডেলের সাহায্যে এই নতুন ফিচার চালু হয়েছে। উদাহরণস্বরূপ, আপনি যদি সার্চে লিখেন ‘how to care for a mango tree’,তাহলে শুরুতেই ‘ওয়েব গাইড’ দুইটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক দেখাবে এরপর, একটি এআই-উৎপাদিত সংক্ষিপ্ত সারাংশ তুলে ধরা হবে। সবশেষে, সংশ্লিষ্ট বিষয়গুলো বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো ফলাফল আকারে উপস্থাপন করা হবে।
ব্যবহারকারীদের জন্য থাকছে যেসব সুবিধা
যারা নির্দিষ্ট প্রশ্নের দ্রুত উত্তর বা তথ্য জানতে চান, তাদের জন্য এই ফিচারটি বিশেষভাবে উপযোগী হবে। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীরা চাইলে আগের ঐতিহ্যবাহী সার্চ ফলাফলও দেখতে পারবেন। তবে ভবিষ্যতে এই নতুন ‘ওয়েব গাইড’ ফিচারটি ‘AI’ ট্যাবের অংশ হিসেবে যুক্ত করা হবে।
গুগলের এই নতুন ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, যা গুগল সার্চ ল্যাবস থেকে চালু করা যাবে। এতে থিম বা ক্যাটাগরি অনুযায়ী সার্চ ফলাফল ভাগ করে দেখানো হয়, ফলে তরুণ ব্যবহারকারীরা সহজে সঠিক তথ্য পেতে পারেন। এটি সময় সাশ্রয় করবে এবং ভুল তথ্যের ঝামেলাও কমাবে।