ফেসবুকে অ্যাডাল্ট কনটেন্ট বন্ধের উপায়

ফেসবুকে ছবি, ভিডিও, রিলস বা স্টোরি পোস্ট করা এখন নিত্যদিনের অংশ। অনেক সময় শিশুরা বাবা-মায়ের অ্যাকাউন্টে ঢুকে রিলস দেখে, তাই আপনার টাইমলাইনে কী ধরনের কনটেন্ট ভেসে উঠছে, সে বিষয়ে সচেতন থাকাই জরুরি।

অনেকে নিজেই আপত্তিকর ও সংবেদনশীল কনটেন্ট এড়াতে চান। ফেসবুকে এমন একটি সেটিংস রয়েছে, যা চালু করলে অ্যাডাল্ট ও সংবেদনশীল কনটেন্ট টাইমলাইনে দেখাবে না।

Facebook

চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেই সেটিংস চালু করবেন-   

* প্রথমে আপনার মোবাইলে ফেসবুক চালু করুন।

* এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যান।

* সেখানে প্রেফারেন্স সেকশনে থাকা কন্টেন্ট প্রেফারেন্স অপশনে ক্লিক করুন।

* সেন্সেটিভ কন্টেন্টে ক্লিক করে শো লেস অপশন সিলেক্ট করে সেভ করুন।

ব্যাস কাজ শেষ। এরপর ফেসবুক আপনার টাইমলাইনে আপত্তিকর কন্টেন্ট আসা বন্ধ করে দিবে।