মেটা নতুন সাবস্ক্রিপশন সেবা পরীক্ষার পরিকল্পনা করছে। এই সুবিধা মিলবে ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, এসব সাবস্ক্রিপশনে মিলবে এক্সক্লুসিভ ফিচার। থাকবে বাড়তি প্রোডাক্টিভিটি টুল। সৃজনশীল কাজের জন্য নতুন সুযোগও দেওয়া হবে। সঙ্গে যুক্ত হবে উন্নত এআই সুবিধা।
মেটা বলছে, মূল সেবা আগের মতোই ফ্রি থাকবে। তবে প্রিমিয়াম ব্যবহারকারীরা পাবেন বিশেষ কিছু নিয়ন্ত্রণ সুবিধা। কনটেন্ট শেয়ার ও সংযোগে থাকবে বাড়তি অপশন। একই ধরনের সাবস্ক্রিপশনে আটকে থাকছে না মেটা। বিভিন্ন ফিচার ও প্যাকেজ আলাদাভাবে পরীক্ষা করা হবে। প্রতিটি অ্যাপের সাবস্ক্রিপশন সুবিধাও হবে ভিন্ন।
মেটা আরও জানিয়েছে, তারা “ম্যানাস” নামের একটি এআই এজেন্টকে বড় পরিসরে যুক্ত করতে চায়। সম্প্রতি প্রায় ২ বিলিয়ন ডলারে এটি অধিগ্রহণ করেছে তারা। এই এআইকে মেটার বিভিন্ন প্রোডাক্টে যুক্ত করা হবে। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আলাদা সাবস্ক্রিপশন হিসেবেও বিক্রি চলবে।
ইতিমধ্যে ইনস্টাগ্রামে ম্যানাস–এর শর্টকাট যোগ করার কাজ চলছে বলে জানা গেছে। এআই ভিডিও নিয়েও আসছে নতুন পরিকল্পনা। “ভাইভস” নামে মেটার এআই ভিডিও ফিচার এতদিন ফ্রি ছিল। এখন সেখানে ফ্রিমিয়াম মডেল আনা হবে। মাসে নির্দিষ্ট সংখ্যক ভিডিও বানানো যাবে ফ্রি। বেশি বানাতে চাইলে সাবস্ক্রিপশন লাগবে।
হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের পেইড ফিচার কেমন হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ইনস্টাগ্রামের সম্ভাব্য কিছু সুবিধার তথ্য সামনে এসেছে। এর মধ্যে আছে- আনলিমিটেড অডিয়েন্স লিস্ট তৈরি। কে আপনাকে ফলো করে না, তার তালিকা দেখা। আর স্টোরি দেখলেও যাতে পোস্টদাতা বুঝতে না পারেন- এমন অপশন।
নতুন এই সাবস্ক্রিপশন “মেটা ভেরিফায়েড” থেকে আলাদা হবে। মেটা ভেরিফায়েড মূলত ক্রিয়েটর ও ব্যবসার জন্য। সেখানে থাকে ভেরিফায়েড ব্যাজ, সাপোর্ট ও নিরাপত্তা সুবিধা। নতুন সাবস্ক্রিপশন সাধারণ ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত থাকবে।
অতিরিক্ত সাবস্ক্রিপশন মেটার আয়ের নতুন পথ খুলে দেবে। তবে ব্যবহারকারীদের মধ্যে “সাবস্ক্রিপশন ক্লান্তি” তৈরি হতে পারে। এখন অনেক সেবাতেই মাসিক খরচ বাড়ছে। তাই ব্যবহারকারীদের আকৃষ্ট করতে মেটাকে দিতে হবে শক্ত অফার। স্ন্যাপচ্যাট ইতিমধ্যে এই বাজারে সাফল্য দেখিয়েছে। তাদের স্ন্যাপচাট প্লাস সাবস্ক্রিপশনের গ্রাহক এখন ১ কোটি ৬০ লাখের বেশি।
মেটা জানিয়েছে, ধাপে ধাপে সাবস্ক্রিপশন চালু করা হবে। ব্যবহারকারীদের মতামত নিয়ে সেবা উন্নত করা হবে।
হোয়াটসঅ্যাপের পিন রিসেট করার সহজ উপায়
সব ই-মেইল চলবে এক জিমেইল অ্যাপে
