সাংবাদিকদের জন্য অনলাইন ‘এআই লিটারেসি’ প্রশিক্ষণ শুরু

বাংলাদেশের সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হচ্ছে অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’। গুগল নিউজ ইনিশিয়েটিভের (জিএনআই) উদ্যোগে এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণ দেশের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

বিশ্বজুড়ে সংবাদ পরিবেশনায় এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে, তবে একই সঙ্গে ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য ও ডিপফেক ভিডিওর মতো চ্যালেঞ্জও বৃদ্ধি পাচ্ছে। এসব মোকাবিলা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে সাংবাদিকদের সক্ষম করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পূর্ণ অনলাইনভিত্তিক এই কোর্সে নিবন্ধনের পর নির্বাচিত এক হাজার জন অংশ নিতে পারবেন। ১০ ঘণ্টাব্যাপী পাঁচ মডিউলের এই প্রশিক্ষণে তথ্য সংগ্রহ, যাচাই, বিশ্লেষণ এবং NotebookLM, Gemini, Pinpoint, Google Trendsসহ আধুনিক এআই ও সাংবাদিকতা–সংক্রান্ত টুল ব্যবহারের কৌশল শেখানো হবে। সফলভাবে কোর্স সম্পন্নকারীরা সনদপত্র পাবেন। অংশগ্রহণকারীদের জন্য প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে।

প্রশিক্ষণ পরিচালনায় থাকবেন জিএনআই মাস্টার ট্রেইনার আইদিলা রাজ্জাক এবং দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ও শিক্ষকেরা। স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; একাডেমিক পার্টনার হিসেবে অংশ নিয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস।

দেশের যেকোনো প্রান্ত থেকেই অংশগ্রহণ করা যাবে। নিবন্ধন করতে হবে অনলাইনে GNItrainingBD.com ওয়েবসাইটে। নিবন্ধনের শেষ সময় ৩০ আগস্ট ২০২৫।