বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার এখন শুধু ব্যক্তিগত চ্যাট নয়, বরং গ্রুপ চ্যাট ও বড় পরিসরে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। মেটার (Meta) মালিকানাধীন এই অ্যাপে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন ফিচার, বাড়ছে ব্যবহারকারীর সুযোগ-সুবিধা।
তবে অনেকের মনেই প্রশ্ন থাকে-একটি মেসেঞ্জার গ্রুপে সর্বোচ্চ কতজন সদস্য যোগ করা সম্ভব? সম্প্রতি মেটা এ সংক্রান্ত নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছে, যা জানলে ব্যবহারকারীরা আরও সচেতনভাবে গ্রুপ ব্যবহারে সিদ্ধান্ত নিতে পারবেন।
সাধারণ মেসেঞ্জার গ্রুপ চ্যাট (Group Conversation)-
মেসেঞ্জারের প্রচলিত গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২৫০ জন সদস্য যুক্ত করা যায়। এই ধরণের গ্রুপ সাধারণত পরিবার, বন্ধুবান্ধব, অফিসের টিম কিংবা ছোট সংগঠনের জন্য উপযোগী। এখানে সহজেই পাঠানো যায়-
- টেক্সট মেসেজ
- ছবি ও ভিডিও
- ভয়েস কল ও ভিডিও কল
মেসেঞ্জার২
মেসেঞ্জার কমিউনিটি (Messenger Communities)-
বড় পরিসরের যোগাযোগের জন্য মেটা চালু করেছে Messenger Communities নামের ফিচার। এখানে একটি গ্রুপে সর্বোচ্চ ৫,০০০ জন সদস্য যোগ করা সম্ভব। এই ফিচার ব্যবহার করে গঠিত কমিউনিটি গ্রুপগুলোতে সহজে যুক্ত করা যায়-
- কোনো বড় সংগঠন
- শিক্ষা প্রতিষ্ঠান
- প্রবাসী সংগঠন
- ইভেন্ট সংশ্লিষ্ট অংশগ্রহণকারী
ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী সুবিধা
মেটার নির্ধারিত এই সীমা জানা থাকলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঠিক করতে পারবেন-সাধারণ গ্রুপ চ্যাট যথেষ্ট হবে, নাকি কমিউনিটি ফিচার ব্যবহার করবেন। যেখানে ছোট গ্রুপে সহজে ঘনিষ্ঠ আলোচনা করা যায়, সেখানে বড় কমিউনিটিতে হাজারো মানুষকে এক প্ল্যাটফর্মে একত্রিত করা সম্ভব।
- Messenger Group Chat- সর্বোচ্চ ২৫০ জন সদস্য
- Messenger Communities- সর্বোচ্চ ৫,০০০ জন সদস্য
বর্তমানে মেসেঞ্জারের এই দুই সুবিধাই আধুনিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক প্রয়োজনে।