অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি

অ্যানড্রয়েড ১৫ ও ১৬ সংস্করণচালিত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য জারি করা হয়েছে গুরুতর নিরাপত্তা সতর্কতা। ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-IN) জানিয়েছে, এই সংস্করণগুলোতে এমন কিছু নিরাপত্তা দুর্বলতা রয়েছে, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।

কী ধরনের ঝুঁকির মুখে ব্যবহারকারীরা

CERT-IN বলছে, অ্যান্ড্রয়েডের একাধিক গুরুত্বপূর্ণ কম্পোনেন্টে সাইবার দুর্বলতা পাওয়া গেছে। এর ফলে-

  • ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে
  • ডিভাইসে অননুমোদিত প্রবেশ ঘটতে পারে
  • ডিনায়াল অব সার্ভিস (DoS) এর মতো সাইবার আক্রমণের শিকার হতে পারে ফোন
  • এমনকি অর্থ চুরির ঘটনাও ঘটতে পারে

অ্যানড্রয়েড

কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে

  • অ্যানড্রয়েড ১৫ ও ১৬ সংস্করণ ব্যবহারকারীরা
  • স্যামসাংসহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন ডিভাইসগুলো
  • এমনকি সর্বশেষ সংস্করণেও রয়েছে এই দুর্বলতা

সমস্যা কোথায়

সরকারি বুলেটিনে বলা হয়েছে, এই সাইবার দুর্বলতা মূলত পাওয়া গেছে-

  • Android Framework
  • System
  • Kernel
  • Arm ও MediaTek Component
  • Qualcomm ও Imagination Technologies এর অংশে

1256

ব্যবহারকারীদের করণীয় কী

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে-

  • নিয়মিত সিকিউরিটি আপডেট ইনস্টল করুন
  • অবিশ্বস্ত অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারে বিরত থাকুন
  • সিস্টেমে সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত ব্যবস্থা নিন
  • অ্যান্টিভাইরাস বা নিরাপত্তা অ্যাপ ব্যবহার করুন

Android

অ্যানড্রয়েড কর্তৃপক্ষের প্রতিক্রিয়া

গুগলের অ্যান্ড্রয়েড বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের প্রতিবেদনে উল্লেখিত দুর্বলতাগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। আগস্ট ২০২৫-এর সিকিউরিটি বুলেটিনে বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এবং ব্যবহারকারীদের জন্য সংশ্লিষ্ট আপডেট চালু করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো নিরাপত্তা আপডেট ইনস্টল এবং সচেতন ব্যবহারই এখন সবচেয়ে বড় সুরক্ষা। ব্যবহারকারীদের অনুরোধ করা হচ্ছে সতর্ক থাকতে এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপে দ্রুত ব্যবস্থা নিতে।