ল্যাপটপের ব্যাটারির কার্যক্ষমতা কমছে যে ৬টি ভুলে

নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ডিভাইসের মধ্যে ল্যাপটপ অন্যতম। তবে ঠিকমতো ব্যবহার না করলে বা যত্ন না নিলে এটিতেও সমস্যা হয়। বেশির ভাগ ল্যাপটপে পুনরায় চার্জযোগ্য লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। তবে ব্যবহারকারীদের দৈনন্দিন কিছু ভুলের কারণে ল্যাপটপের ব্যাটারির কার্যকারিতা কমে যায়। ফলে ডিভাইসটি দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে পারে না।

ল্যাপটপের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে উচ্চ স্ক্রিন ব্রাইটনেস, অনেক বেশি অ্যাপ একসাথে চালানো, ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপ, উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন প্রোগ্রাম ব্যবহার করা, এবং ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ না করা বা অতিরিক্ত চার্জ দেওয়া। এই সমস্যা সমাধানের জন্য পাওয়ার সেভার মোড ব্যবহার করুন, অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন, স্ক্রিনের উজ্জ্বলতা কমান, সফটওয়্যার হালনাগাদ রাখুন, এবং ব্যাটারিকে স্বাভাবিক তাপমাত্রায় ব্যবহার করুন।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ভুল সাধারণ হলেও ল্যাপটপের ব্যাটারির আয়ু উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে।

সেসব ভুলের মধ্যে উল্লেখযোগ্য ৬টি হলো-

Laptop2

চার্জ থাকলেও চার্জ দেওয়া

অনেক ব্যবহারকারী ব্যাটারিতে চার্জ থাকলেও ল্যাপটপে নিয়মিত চার্জ দেন। এতে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নামার আগে চার্জ দিতে হবে এবং ৮০–৯০ শতাংশ পূর্ণ হলে চার্জ বন্ধ করতে হবে।

Charge

আসল চার্জার ব্যবহার না করা

নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহিত চার্জারের বদলে নকল বা ভিন্ন প্রতিষ্ঠানের চার্জার ব্যবহার করলে সঠিক ভোল্টেজ পাওয়া যায় না। এতে ল্যাপটপের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। তাই সর্বদা আসল চার্জার ব্যবহার করতে হবে।

Usage

ব্যবহারপদ্ধতি

বিছানা বা কম্বলের ওপর ল্যাপটপ ব্যবহার করলে কুলিং ফ্যান ঠিকমতো তাপ বের করতে পারে না। ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রাংশ অতিরিক্ত গরম হয়। তাই ল্যাপটপ সবসময় সমতল ও শক্ত জায়গায় ব্যবহার করা উচিত।

Power saver mode

পাওয়ার সেভার মোড ব্যবহার না করা

পাওয়ার সেভার মোড ব্যবহার করলে ব্যাটারি কম খরচ হয় এবং চাপ কম পড়ে। কিন্তু অনেক ব্যবহারকারী নিয়মিত এটি ব্যবহার করেন না, ফলে চার্জ দ্রুত শেষ হয় এবং ব্যাটারি বারবার চার্জের কারণে ক্ষতিগ্রস্ত হয়।

Laptop charge

চার্জ পুরোটা শেষ করা

আশপাশে চার্জার না থাকলে অনেকেই ব্যাটারির চার্জ পুরো শেষ হওয়া পর্যন্ত ব্যবহার করেন। বারবার সম্পূর্ণ চার্জ শেষ করলে ব্যাটারির আয়ু দ্রুত কমে যায়।

Laptop3

সফটওয়্যার হালনাগাদ না করা

অপারেটিং সিস্টেম এবং ড্রাইভার নিয়মিত হালনাগাদ না করলে ব্যাটারির কার্যকারিতা কমে যায়। নিয়মিত হালনাগাদ করলে ব্যাটারির সঠিক ব্যবহার নিশ্চিত হয় এবং অতিরিক্ত চাপ কম পড়ে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এসব সাধারণ ভুল এড়িয়ে চললেই ল্যাপটপের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে এবং চার্জ ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পাবে।