আইফোন-১৭ সিরিজ লঞ্চিং ইভেন্টে থাকছে চমক

বছরের সবচেয়ে বড় টেক ইভেন্ট ‘অ ড্রপিং’ আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। বাংলাদেশ সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টায় চমক নিয়ে শুরু হবে এই ইভেন্ট। এই আয়োজনে নতুন আইফোন ১৭ সিরিজ, অ্যাপল ওয়াচ সিরিজ ১১, এয়ারপডস প্রো ৩ এবং আরও কিছু নতুন ডিভাইস উন্মোচনে সম্ভাবনা রয়েছে। ইভেন্টটি অ্যাপলের ওয়েবসাইট, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।

iPhone 17

আইফোন ১৭ সিরিজ

  • জানা গেছে, ইভেন্টের মূল আকর্ষণ হিসেবে থাকবে আইফোন ১৭ সিরিজ। নতুন সিরিজে বড় ডিসপ্লে, ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, প্রোমোশন ফিচার এবং অলওয়েজ-অন স্ক্রিনসহ বিভিন্ন আপডেট থাকবে।
  • আইফোন ১৭ এয়ার হবে পাতলা ডিজাইনে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে, এ১৯ চিপ, পেছনে সিঙ্গল ক্যামেরা এবং অন্যান্য ফিচারের সঙ্গে।
  • আইফোন ১৭ প্রো নতুন ক্যামেরা বার ডিজাইন, এ১৯ প্রো চিপ, ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা সহ আসবে।
  • আইফোন ১৭ প্রো ম্যাক্স আইফোন ১৭ প্রো-এর সব ফিচারের সঙ্গে আরও পুরু ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ দেবে।

Apple Watch Series 11

অ্যাপল ওয়াচ সিরিজ

  • অ্যাপল ওয়াচ ১১ সিরিজ তুলনামূলকভাবে সাধারণ আপডেট নিয়ে আসবে, তবে থাকবে দ্রুতগতির এস সিরিজ চিপ ও ৫জি সাপোর্ট। রক্তচাপ মাপার ফিচার থাকতে পারে, যদিও এ বছরের মধ্যে নিশ্চিত নয়।
  • অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩ প্রিমিয়াম মডেল হিসেবে সামান্য বড় ডিসপ্লে, পাতলা বেজেল, স্যাটেলাইট কানেক্টিভিটি, নতুন এস১১ চিপ ও দ্রুতগতির ৫জি সংযোগের সঙ্গে আসবে।
  • অ্যাপল ওয়াচ এসই ৩ প্রথমবারের মতো নতুন আপডেট নিয়ে আসছে। এতে প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের পরিবর্তন, নতুন চিপ এবং বড় ডিসপ্লে থাকতে পারে।

Apple AirPod

এয়ারপডস প্রো ৩

জোরালো গুঞ্জন রয়েছে, এয়ারপডস প্রো ৩ সেপ্টেম্বরে উন্মোচিত হতে পারে। এতে থাকবে এইচ৩ চিপ, উন্নত নয়েজ ক্যান্সেলেশন, হার্ট রেট সেন্সর, ছোট চার্জিং কেইস এবং ক্যাপাসিটিভ বোতাম।

iOS 26

আইওএস ২৬

শুধু হার্ডওয়্যারই নয় সেপ্টেম্বরে আসছে অ্যাপলের সবচেয়ে বড় সফটওয়্যার আপডেটের রিলিজ। আইওএস ২৬, আইপ্যাডওএস ২৬, ওয়াচওএস ২৬, ম্যাকওএস ২৬, টিভিওএস ২৬ এবং ভিশনওএস ২৬ সবকটিই জুনে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে ঘোষণা করা হয়েছিল।

ডেভেলপার ও পাবলিক বেটা টেস্টের পর এগুলো সেপ্টেম্বরেই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে।

তবে এখানেই শেষ নয় আরও কিছু ওয়াইল্ড কার্ড পণ্যও রয়েছে অ্যাপলের আসন্ন পরিকল্পনায়। এর মধ্যে আছে এয়ার ট্যাগ ২ যেখানে থাকবে উন্নত আল্ট্রা ওয়াইডব্যান্ড চিপ, নতুন অ্যাপল টিভি ৪কে যেখানে যুক্ত হবে দ্রুততর প্রসেসর এবং নিজস্বভাবে তৈরি ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ, হোমপড মিনি ২ যা ওয়াইফাই ৬ই সাপোর্ট করবে এবং নতুন অ্যাপল ভিশন প্রো যেখানে থাকতে পারে এম৪ বা এম৫ চিপ, আরামদায়ক হেড স্ট্র্যাপ ও উন্নত নিউরাল ইঞ্জিন।

এ ছাড়া অ্যাপল কাজ করছে নতুন ম্যাক ডিভাইস, এক্সটারনাল ডিসপ্লেসহ আরও কিছু প্রোডাক্টের ওপর। তবে এগুলোর বাজারে আসার সম্ভাবনা সেপ্টেম্বরে কম।