স্মার্টফোন দুনিয়ায় প্রতি বছরই প্রযুক্তির নতুন সংজ্ঞা তৈরি হয়। ২০২৫ সালেও তার ব্যতিক্রম নয়। এই বছর বাজারে এসেছে তিনটি সুপার ফ্ল্যাগশিপ অ্যাপলের আইফোন ১৭, গুগলের পিক্সেল ১০ প্রো এক্স এবং ভিভো ভি ৬০। তিনটি ফোনই নিজ নিজ ক্ষেত্রে অনন্য। আইফোন ১৭ যেখানে প্রিমিয়াম কোয়ালিটি ও পারফরম্যান্সের প্রতীক, সেখানে পিক্সেল ১০ প্রো এক্সএল নিয়ে এসেছে স্মার্ট এআই ও দুর্দান্ত ক্যামেরা সিস্টেম, আর ভিভো ভি ৬০ মন জয় করেছে তার ফ্যাশনেবল ডিজাইন ও অসাধারণ ফটোগ্রাফির দক্ষতায়। তাহলে দেখা যাক, এই তিনের মধ্যে আসল রাজা কে।
আইফোন ১৭
অ্যাপল আবারও প্রমাণ করেছে কেন তারা স্মার্টফোন দুনিয়ার রাজা। নতুন এ১৯ বায়োনিক চিপসেটসহ আইফোন ১৭ এমন পারফরম্যান্স দিচ্ছে যা এক কথায় অভাবনীয়। গেমিং, ভিডিও এডিটিং বা মাল্টিটাস্কিং—সবকিছুতেই ফোনটি অনায়াসে চলে, যেন নিজের কাজ নিজেই বুঝে নেয়। ডিজাইনের দিক থেকেও এটি আগের চেয়ে আরও স্লিম ও এয়ারোডাইনামিক, ফলে হাতে নেওয়ামাত্রই প্রিমিয়াম ফিল মেলে। ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে প্রোমোশন ওলিড প্রযুক্তি, যা রঙের স্বাভাবিকতা ও উজ্জ্বলতায় অতুলনীয়। ক্যামেরা সিস্টেমেও এসেছে বড় পরিবর্তন-নতুন ৪৮ মেগাপিক্সেল সেন্সর, পেরিস্কোপ জুম ও উন্নত নাইট মোড, যা ছবিকে জীবন্ত করে তোলে। বলা যায়, আইফোন ১৭ শুধু একটি ফোন নয়, এটি একটি অভিজ্ঞতা।
গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল
গুগলের পিক্সেল সিরিজ সবসময়ই তাদের স্মার্ট সফটওয়্যার ও ক্যামেরার জন্য বিখ্যাত। নতুন পিক্সেল ১০ প্রো এক্সএল সেই ধারাকেই আরও এগিয়ে নিয়েছে। এতে ব্যবহৃত হয়েছে গুগল টেনসর জি৪ চিপসেট, যা এআই-কে আরও শক্তিশালী করে তুলেছে। এই ফোনের সবচেয়ে বড় অস্ত্র তার ক্যামেরা। প্রতিটি ছবিতে রঙ, আলো ও বিস্তারিত এতটাই নিখুঁত যে ডিএসএলআর-এর সঙ্গে তুলনা করা যায়। সফটওয়্যার একদম ক্লিন ও ফাস্ট, যেখানে অপ্রয়োজনীয় অ্যাপের ভিড় নেই। এতে রয়েছে লাইভ ট্রান্সলেট, ম্যাজিক ইরেজার, ভয়েস ট্রাইপিং-এর মতো স্মার্ট ফিচার। ডিজাইনও হয়েছে আরও প্রিমিয়াম, ধাতব ফ্রেম ও কার্ভড ডিসপ্লে ফোনটিকে দিয়েছে ভবিষ্যতমুখী রূপ। যারা ক্যামেরা ও স্মার্ট সফটওয়্যারকে গুরুত্ব দেন, তাদের জন্য এটি এক নিখুঁত পছন্দ।
ভিভো ভি ৬০
ভিভো ভি ৬০ মডেল তার ডিজাইন ও ক্যামেরা পারফরম্যান্স দিয়ে প্রতিযোগিতায় নিজের আলাদা জায়গা তৈরি করেছে। ফোনটি দেখতে যেমন স্লিম ও হালকা, তেমনি হাতে নেওয়াও আরামদায়ক। এতে রয়েছে সুপার অ্যামোলিড ডিসপ্লে, যা দেয় উজ্জ্বল ও স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ক্যামেরা দিক থেকে এটি এক বিস্ময়—২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর অসাধারণ বিস্তারিত ও রঙ প্রদান করে। পোর্ট্রেট ও ভিডিও স্ট্যাবিলাইজেশনও আগের চেয়ে অনেক উন্নত। পারফরম্যান্সের দিক থেকে, Snapdragon সিরিজের সর্বশেষ চিপসেট ফোনটিকে করে তুলেছে হাই-লেভেল গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ। ভিভো ভি ৬০ যেন সৌন্দর্য ও প্রযুক্তির নিখুঁত মিশ্রণ।

কোন ফ্ল্যাগশিপ মডেলটি সেরা?
তিনটি স্মার্টফোনই নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ। আইফোন ১৭ তাদের জন্য যারা প্রিমিয়াম কোয়ালিটি ও মর্যাদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। পিক্সেল ১০ প্রো এক্সএল হবে সেইসব ব্যবহারকারীর পছন্দ যারা ক্যামেরা ও এআই পারফরম্যান্সে সেরাটা চান। আর ভিভো ভি ৬০ তাদের জন্য নিখুঁত যারা স্টাইল, ডিজাইন ও ফটোগ্রাফি ভালোবাসেন।
এক কথায়, আইফোন ১৭পারফরম্যান্সে রাজা, পিক্সেল ১০ প্রো এক্সএল বুদ্ধিমত্তায় সেরা, আর ভিভো ভি ৬০ স্টাইল ও ক্যামেরায় অদ্বিতীয়- ২০২৫ সালের ফ্ল্যাগশিপ লড়াইয়ে তিনজনেই বিজয়ী, কিন্তু আপনার প্রয়োজনটাই ঠিক করবে, কে আসল রাজা আপনার হাতে।
