বিশ্বজুড়ে অন্তত ১৮ কোটি ৩০ লাখ ই-মেইল ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি হয়েছে। এর মধ্যে জিমেইল, আউটলুক, ইয়াহুসহ বিভিন্ন ই-মেইল সেবার ব্যবহারকারীরা রয়েছেন। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট এ তথ্য জানিয়েছেন। কয়েক মাস আগেই এই ঘটনার সূত্রপাত বলে তার ধারণা। ফলে বিশ্বব্যাপী বিপুলসংখ্যক ই-মেইল ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে পড়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিনথিয়েন্টের গবেষক বেঞ্জামিন ব্রান্ডেজ প্রথম এই তথ্য ফাঁস হওয়ার ঘটনা শনাক্ত করেন। পরে তিনি জনপ্রিয় নিরাপত্তা যাচাইকরণ ওয়েবসাইট ‘হ্যাভ আই বিন পাউন্ড’-কে বিষয়টি জানান।
বেঞ্জামিন ব্রান্ডেজের মতে, শুধু শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। ব্যবহারকারীর কম্পিউটার ক্ষতিকর সফটওয়্যারে আক্রান্ত হলে পাসওয়ার্ড চুরি ঠেকানো কঠিন হয়ে পড়ে।
ট্রয় হান্ট জানান, তিন দশমিক পাঁচ টেরাবাইট আকারের চুরি হওয়া এসব তথ্য কোনো একক প্রতিষ্ঠানের সার্ভার হ্যাকের ফল নয়। বরং ক্ষতিকারক সফটওয়্যারের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা তথ্য একত্রিত হয়ে বিশাল এই ডাটাবেইস তৈরি হয়েছে। ব্যক্তিগত তথ্য অনলাইনে একবার চুরি হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রতিরোধ করা কঠিন হয়ে যায়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ই-মেইলের পাসওয়ার্ড চুরির আশঙ্কা থাকলে অবিলম্বে তা পরিবর্তন করতে হবে। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তার জন্য চালু করতে হবে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA)’। একই পাসওয়ার্ড বহু সেবায় ব্যবহার করলে ঝুঁকি আরও বেড়ে যায়। সূত্র: ইন্ডিয়া টুডে