ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গ্রোকিপিডিয়া চালু করলেন ইলন মাস্ক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:০৪ এএম

উইকিপিডিয়ার বিকল্প হিসেবে নতুন ডিজিটাল বিশ্বকোষ ‘গ্রোকিপিডিয়া’ চালু করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই এই উদ্যোগ নিয়েছে।

সোমবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা সাইটটির ‘ভার্সন ০.১’-এ এরই মধ্যে ৮ লাখ ৮৫ হাজারেরও বেশি আর্টিকেল যুক্ত হয়েছে। মাস্ক জানিয়েছেন, শিগগির প্রকাশ পাবে ভার্সন ১.০, যা বর্তমান সংস্করণের চেয়ে ১০ গুণ সমৃদ্ধ হবে।

উইকিপিডিয়াকে ‘বামপন্থি পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করে আসা মাস্ক বলেন, গ্রোকিপিডিয়ার লক্ষ্য হলো সত্য, সম্পূর্ণ সত্য এবং সত্য ছাড়া আর কিছুই নয়।

নতুন প্ল্যাটফর্মটির সব কন্টেন্ট তৈরি করা হয়েছে এক্সএআই-এর এআই অ্যাসিস্ট্যান্ট ‘গ্রোক’-এর সহায়তায়।

উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত উইকিপিডিয়া স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত একটি উন্মুক্ত বিশ্বকোষ, যা অনুদানের ওপর নির্ভরশীল এবং নিরপেক্ষতা বজায় রাখার দাবি করে।

HN
আরও পড়ুন