সাম্প্রতিক ভূমিকম্পের পর প্রাকৃতিক এই দুর্যোগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভূমিকম্প সম্পর্কিত ফেক ছবি ও ভিডিও তৈরি করে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দিতে শুরু করে। এতে অনলাইনে বিভ্রান্তি ও ভীতি আরও বৃদ্ধি পায়।
নেটিজেনদের অনেকেই এসব ভিডিও ও ছবিকে বাস্তব মনে করে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। ধ্বংসস্তূপ, ক্ষতিগ্রস্ত ভবন, মানুষের কান্না এমন দৃশ্যসম্বলিত নানা কাল্পনিক ছবি ও ভিডিও দেখে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহানুভূতি প্রকাশ করেন।
কিন্তু পরে যাচাই করে দেখা যায়, এসব দৃশ্যের বেশিরভাগই এআই-জেনারেটেড, যা বাস্তব ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। দুর্যোগ মুহূর্তে এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট নেটিজেনদের মানসিক চাপ বাড়ানোর পাশাপাশি ভুল তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন।
তথ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখন এআই প্রযুক্তির সাহায্যে কয়েক মিনিটেই ভূমিকম্প, অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার ভুয়া দৃশ্য তৈরি করা সম্ভব। তাই সাম্প্রতিক সময়ে যে কোনো আলোচিত ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার প্রবণতা আরও বেড়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের সময় অযাচাইকৃত ছবি-ভিডিও শেয়ার না করা, বিশ্বস্ত গণমাধ্যমের তথ্য অনুসরণ করা এবং সন্দেহ হলে যাচাই করে নেওয়াই নিরাপদ।