ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১৬০৬ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬০৬ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ বা ১ হাজার ৬০৬ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৬ হাজার ৩৬৮ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ৭৬২ কোটি টাকা।

চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৭৭ দশমিক ২৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৮ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ১১ দশমিক ৬৬ পয়েন্ট বা ০ দশমিক ৬২ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৯ দশমিক ৬৯ পয়েন্ট বা ০ দশমিক ৯৫ শতাংশ।

সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৮ কোটি টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৫৭ কোটি ৩০ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৩০ কোটি ৭০ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩৩টি কোম্পানির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০ দশমিক ৯০ শতাংশ ও ০ দশমিক ৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৭১ দশমিক ৭০ পয়েন্টে ও ৮৫৫১ দশমিক ০৩ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ০ দশমিক ৬৭ শতাংশ ও সিএসআই সূচক ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৫ দশমিক ১৫ পয়েন্টে ও ৮৭৫ দশমিক ৮৪ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক বেড়েছে ১ দশমিক ০৭ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১২৩০৭ দশমিক ৪৪ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৭৬ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৫৭ কোটি ৭৩ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ১১ কোটি ৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির কোম্পানির শেয়ার দর।