ন্যাশনাল ব্যাংকের আইএসও সার্টিফিকেশন অর্জন

তথ্য নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার স্বীকৃতিস্বরূপ ISO 27001:2022 (ISMS) সার্টিফিকেশন অর্জন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। 

গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সনদ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বহুজাতিক প্রতিষ্ঠান TUV SUD এর কান্ট্রি হেড কে. নাগরাজ ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর কাছে এই সম্মানজনক সার্টিফিকেট তুলে দেন। এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সার্টিফিকেট গ্রহণকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে সাইবার ঝুঁকি মোকাবিলা করা একটি বড় চ্যালেঞ্জ। এই সার্টিফিকেশন তথ্য নিরাপত্তা ও আইটি গভর্নেন্সে ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি এবং টেকসই অগ্রযাত্রারই প্রতিফলন।’ তিনি আরও উল্লেখ করেন যে, এই অর্জনের ফলে ব্যাংকের তথ্য নিরাপত্তা কাঠামো আন্তর্জাতিক স্তরে উন্নীত হলো।

আদিল চৌধুরী এই সফলতার জন্য ব্যাংকের তথ্য নিরাপত্তা, আইটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ন্যাশনাল ব্যাংক ভবিষ্যতেও সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রেখে তাদের ডিজিটাল রূপান্তরের কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য যে, ন্যাশনাল ব্যাংকের এই অর্জন নতুন নয়। ব্যাংকটি ২০১০ সালে নিজস্ব উন্নত সফটওয়্যারের জন্য প্রথম আইএসও সনদ পেয়েছিল। পরবর্তীতে ২০১৮ সালে ব্যাংকটি ISO 27001:2013 সনদ লাভ করে। এবার সর্বশেষ সংস্করণের (২০২২) এই সনদ প্রাপ্তি ব্যাংকের আধুনিকায়ন ও নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতাকে আরও দৃঢ় করল।