নিরাপদ বিনিয়োগের চাহিদা এবং ডলারের নমনীয় দামের কারণে বুধবার (২১ জানুয়ারি) সোনার দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৮০০ ডলারের ওপরে উঠে গেছে। ফলে বিশ্ববাজারে এটি ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম।
মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে আগ্রাসন এবং ইউরোপের সঙ্গে বাণিজ্য যুদ্ধ পুনরুজ্জীবিত করার হুমকি বিশ্ববাজারে উত্তেজনা সৃষ্টি করেছে, যার প্রভাব পড়ছে মূল্যবান এই ধাতুর বাজারে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৮২১ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে দাম সর্বকালের রেকর্ড ৪ হাজার ৮৪৩ দশমিক ৬৭ ডলারে পৌঁছেছিল।
আর ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৮১৩ দশমিক ৫০ ডলারে বেচাকেনা হয়েছে।
ক্যাপিটাল ডটকমের সিনিয়র বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, ইউরোপীয় দেশগুলোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপ এবং গ্রিনল্যান্ড দখলের চেষ্টা বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মার্কিন অর্থনীতির ওপর আস্থার ক্ষতি প্রতিফলিত করছে। এ কারণে বিনিয়োগকারীরা ডলার বিক্রি করে সোনা কিনছে।
মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের তার লক্ষ্য থেকে ‘পিছু হটার কোনও সুযোগ নেই’। তিনি ন্যাটো মিত্রদের ওপর আক্রমণ বা দ্বন্দ্বের বিষয় অস্বীকার করেছেন। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউরোপ যদি গ্রিনল্যান্ড দখল না করে, ট্রাম্পের শুল্ক হুমকি তাদের ভীত করবে না।
ডলারের দুর্বলতার কারণে বিদেশি ক্রেতাদের জন্য ধাতুগুলো সস্তা হয়ে গেছে। এছাড়া ফেডারেল রিজার্ভ ২৭-২৮ জানুয়ারির বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার আশা থাকায় অ-ফলনশীল সোনার প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে।
তবে একই দিনে স্পট রুপার দাম ১ শতাংশ কমে ৯৩ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। আর স্পট প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্সে ২ হাজার ৪৪৫ দশমিক ৯৬ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৮৫৭ দশমিক ১৯ ডলারে বেচাকেনা হয়েছে।