দেশের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া নতুন মূল্যে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকায়।
সোমবার (১৯ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দাম (ভরি প্রতি)
- ২২ ক্যারেট: ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা
সোনার পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ভরিতে ২৯১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস স্পষ্ট করেছে যে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গয়নার নকশার ওপর ভিত্তি করে মজুরি আরও বাড়তে পারে।
চলতি ২০২৬ সালে এটি সোনার দামের ৮ম সমন্বয়। এর মধ্যে ৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ২ বার কমানো হয়েছে। এর আগে গত ১৪ জানুয়ারি রেকর্ড ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা হয়েছিল সোনার দাম।
উল্লেখ্য, ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল।
জানুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স এলো দুই বিলিয়ন ডলার
ই-রিটার্ন দাখিলের সংখ্যা ৩৩ লাখ ছাড়ালো
