ডিম কেলেঙ্কারিতে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

ডিমের বাজারে কারসাজি করে অস্বাভাবিকভাবে দাম বাড়ানোর অভিযোগে দুই প্রতিষ্ঠানকে সাড়ে তিন কোটি টাকা জরিমান করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। এরমধ্যে ডায়মন্ড এগ লিমিটেডকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) এ মামলার রায় প্রকাশ হয়। এর আগে গত সোমবার এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেয় প্রতিযোগিতা কমিশন বিসিসি।

বাংলাদেশ প্রতিযোগীতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী জানান, ২০২২ সালের আগষ্টে কারসাজির মাধ্যমে ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে ব্যবসায়ী সিন্ডিকেট। এ নিয়ে কমিশন তাদের নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে উক্ত দুই প্রতিষ্ঠানকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে মামলা চলমান ছিল। সকল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বুধবার মামলার রায় প্রদান করা হয়।

রায়ে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা প্রদান করতে হবে। অন্যথায় প্রতিদিনের জন্য এক লাখ টাকা করে দিতেও আদেশ দেয়া হয়।