শেয়ারবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার ৩০ জুন’২০২৩ হিসাব বছরের লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি বছরটিতে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ বিষয়ে এ সিদ্ধান্ত নেয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশের বছরটিতে কোম্পানির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ২.০৭ টাকা। যা এর আগের বছর ইপিএস ছিল ৩.৮৭ টাকা। এতে করে কোম্পানি আগের বছরের তুলনায় ইপিএস কমেছে ৪৬.৫১ শতাংশ। বছরটিতে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ৭.০৪ টাকা। যা আগের বছর ছিল ৫.৯১ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ ৩৮.০২ টাকা।
সামিট কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে দেরিতে বিল পাওয়া ও বিদেশি সংস্থা থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে ডলারের খরচ বেড়ে যাওয়ায় মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।