ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডিএসইতে এক বছরে সর্বোচ্চ ১৪৪২ কোটি টাকার লেনদেন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৪২ কোটি টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন  গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এদিন সূচকে ছিল মিশ্র প্রবণতা। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৬৩৬ পয়েন্টে। আগের দিন যা ছিল ৫,৬১৪ পয়েন্ট। ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,১৮৮ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ পয়েন্ট কমে হয়েছে ১,২২৯ পয়েন্ট।

রোববার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার। যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওই দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার।

আগের কার্যদিবসের তুলনায় রোববার লেনদেন বেড়েছে ১০৩ কোটি ৩৭ লাখ টাকা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) লেনদেন ছিল ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকা। এই দিনে ডিএসইতে ৪০০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৪৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির।

রোববার (৭ সেপ্টেম্বর) লেনদেনের শীর্ষে ছিল রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির মোট ৩৭ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সর্বোচ্চ লেনদেনকারী ছিল সিটি ব্যাংক পিএলসি, যার লেনদেন ছিল ৪৬ কোটি ৩১ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)-তেও লেনদেন হয়েছে মিশ্র প্রবণতায়। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৩ পয়েন্ট, দাঁড়িয়েছে ১৫,৭২৫ পয়েন্টে। লেনদেনে অংশ নিয়েছে ২৫৫টি কোম্পানি। এর মধ্যে ১৪৮টির দর বেড়েছে, ৮৬টির কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত ছিল।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের দিনের ১২ কোটি ২৪ লাখ টাকা থেকে উল্লেখযোগ্য হারে বেশি।

DR/Fj
আরও পড়ুন