কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনীতে অংশ নেবে বাংলাদেশ

মিশরের রাজধানী কায়রো শহরে তিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে  ‘১৯তম কায়রো আন্তর্জাতিক লেদার ও সুজস প্রদর্শনী’। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় পাঁচটি কোম্পানি অংশ নিতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসি ফোর জে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মিশরের কায়রো আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী হবে। প্রদর্শনীতে প্যাভিলিয়ন #এ৫২- এ বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে দেশের শীর্ষস্থানীয় চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য প্রতিষ্ঠান এএস লেদার, লরেটা লেদার, আল মদিনা, গার্ডেনিয়া ফুটওয়্যার ও নবাবী ফুটওয়্যার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের উদ্যোগে বাংলাদেশের চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যখাতকে বহির্বিশ্বে প্রদর্শনের লক্ষ্যে ‘মিট বাংলাদেশ সোর্সিং শো–এমবিএস’র উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো- বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করা। এরই ধারাবাহিকতায় চামড়া, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যের সম্প্রসারণে ইসিফোরজির উদ্যোগে এই প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

এছাড়া এই প্রদর্শনীর মাধ্যমে স্বল্পমূল্যে জনশক্তির সহজলভ্যতা, উন্নত দেশগুলোতে শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার প্রভৃতি কারণে একটি প্রতিষ্ঠিত সোর্সিং গন্তব্য হিসেবে বিশ্বব্যাপী ক্রেতা সম্প্রদায়ের জন্য বাংলাদেশ একটি লাভজনক ও সম্ভাবনাময় গন্তব্য বলে তুলে ধরতে সাহায্য করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।