সিলেট থেকে পরবর্তী কার্গো ফ্লাইট  ১ জুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরবর্তী কার্গো ফ্লাইট যাত্রা করবে ১ জুন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

এ ব্যাপারে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ, কার্গো বিমান চালু হওয়ার কারণে সিলেটের ব্যবসায়ীদের পণ্য আমদানি ও রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হলো। সিলেট থেকে যাত্রা শুরু হওয়ার ফ্লাইট ইতোমধ্যে স্পেন অবতরণ হয়ে যাওয়ার কথা। সিলেট থেকে পণ্য আমদানি ও রপ্তানির চাহিদা থাকলে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। সিলেট থেকে পরবর্তী কার্গো ফ্লাইট হবে জুন মাসের ১ তারিখ।

এর আগে, রোববার (২৭ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইটের যাত্রা শুরু হয়।  ৬০ টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে কার্গো বিমানটি উড়াল দেয়।

সম্প্রতি বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এরপর রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিকল্প রুট তৈরির উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি ২৬ কোটি টাকা ব্যয়ে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আধুনিক কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রামে এই সুবিধা চালু হলে ট্রান্সশিপমেন্টের বিষয়ে আর পরনির্ভরশীলতা থাকবে না বলে আশা আমদানি-রপ্তানি কারকদের।