ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৩তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপিত

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০৩:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে নিজেদের ২৩তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন করেছে মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।

 

এই আয়োজনের অংশ হিসেবে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরের এমটিবির টাওয়ারের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে এমটিবি। 

 

অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এমটিবির ওপর গ্রাহকদের নিরবচ্ছিন্ন আস্থা রাখার জন্য তাদের প্রতি ধন্যবাদস্বরূপ এমটিবির চারটি রিয়েল স্টেট প্রতিষ্ঠান, চারটি অটোমোবাইল প্রতিষ্ঠান ও চারটি মার্সেন্ট প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী ছাড় উপভোগের সুযোগ করে দেয়া হয়। এছাডা স্টুডেন্ট ফাইল গ্রাহকদের জন্য কমপ্লিমেন্টারি এমটিবি এয়ার লাউঞ্জ অ্যাকসেস চালু করা হয়। পাশাপাশি এমটিবির ভিজুয়াল আইভিআর সেবাও উন্মোচন করা হয়।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপক চৌধুরী আখতার আসিফসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা। 

 

প্রতিষ্ঠাবাষিকীর আয়োজনের সাথে সামঞ্জস্য রেখে এমটিবি টাওয়ার ও দেশজুড়ে এমটিবির বিভিন্ন শাখা উপশাখাকে নান্দনিকভাবে সাজানো হয়।

AHR
আরও পড়ুন