এবারও হতাশ চামড়া ব্যবসায়ীরা

রাজধানীতে চামড়ার দাম প্রতি ফুটে ৫ থেকে ১০ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে তার প্রভাব পড়েনি বাস্তবে। ঈদ এবং ঈদের দ্বিতীয় দিনে কোরবানি হলেও, আগেরবারের মতো এবারও কম দামে গরুর চামড়া বিক্রি করতে হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। 

জানা যায়, রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করে দিলেও গতবারের মতোই ৫৫ থেকে ৬০ টাকায় চামড়া বিক্রি করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বর্গফুটের হিসাবে আরও কম পড়েছে চামড়ার দাম।

চামড়া ব্যবসায়ীরা জানান, কোরবানিদাতাদের থেকে সর্বোচ্চ ৫০০ থেকে ৭৫০ টাকায় গরুর চামড়া কিনেছেন তারা এবং ট্যানারি মালিকদের কাছে ৬০০ থেকে ৯০০ টাকায় বিক্রি করেছেন।

ট্যানারি পরিচালক ও এজেন্টরা জানান, লবণ দেওয়া প্রস্তুতকৃত চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অনেক ক্ষেত্রে ট্যানারি থেকে কাঁচা চামড়া কেনায় দাম কম পড়েছে। তবে ৭০০ থেকে ৯০০ টাকায় সব চামড়া কেনা হয়েছে, এমন তথ্য ভুল বলে দাবি করেছেন তারা। ট্যানারি সংশ্লিষ্টরা জানান, অনেক ভালো মানের চামড়া ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়ও কেনা হয়েছে।

এদিকে, গতবারের মতো এবারও ছাগলের চামড়ার চাহিদা নেই বললেই চলে। বিনামূল্যে অনেকেই ছাগলের চামড়া দিয়ে দিয়েছেন, অনেকক্ষেত্রে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম উঠেছে।

এবারের ঈদে সবমিলিয়ে ৮০ থেকে ৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ট্যানারি মালিকরা, যার সিংহভাগ ঈদের প্রথম দিনেই সংগ্রহ হয়েছে।