নতুন নোট নিয়ে বিড়ম্বনা

দেশের বাজারে নতুন নকশার নোট এসেছে চলতি মাসেই। মানুষের মধ্যে এই নিয়ে আগ্রহ ছিল বেশ। কেউ কেউ আবার খোলা বাজার থেকে বেশি দামে নতুন নোট সংগ্রহ করতেও কার্পণ্যবোধ করেননি। তবে নতুন নোটগুলো ব্যবহারে বিড়ম্বনায় শিকার হতে হচ্ছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, এক হাজার টাকা নোট হাতে এক ব্যক্তি বলছেন কোনো দোকানদার নতুন টাকা নিচ্ছেন না। অনেক দোকানে ঘুরেও কাউকে বিশ্বাস করাতে পারেননি এটা নতুন টাকা।

আরেক ভিডিওতে দেখা গেছে, এটিএম বুথে টাকা জমা দেওয়ার চেষ্টা করা হলেও মেশিন টাকা নিচ্ছে না। 

তবে  সংশ্লিষ্ট ভিডিওগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

এ দিকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।