ঘুরে দাঁড়াচ্ছে ডিএসই, কমছে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ঘুরে দাঁড়াচ্ছে। গত সপ্তাহে একদিনে সর্বোচ্চ লেনদেন হয়েছে ৯৮৬ কোটি ৫৪ লাখ টাকা, যা প্রায় ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। বাড়ছে বাজার মূলধন ও সূচকও। পুঁজিবাজারে চাঙাভাব ফিরতে থাকায় কমছে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা, যা বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন হয়েছে ৯৮৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। যা প্রায় ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। পরদিন কিছুটা কমলেও তা থেকেছে সাড়ে ৯০০ কোটি টাকার ওপরে। বাকি তিন কার্যদিবসের মধ্যে একদিন ৮০০ কোটির বেশি আর দুইদিন লেনদেন পার হয়েছে ৭০০ কোটির ঘর।

সপ্তাহজুড়ে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় এক সপ্তাহে ২৫৯ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে প্রধান সূচক ডিএসইএক্স ঠেকেছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে। যা গত বছরের ৩ অক্টোবরের পর সর্বোচ্চ। বিনিয়োগকারীমুখর ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৭ কোটি টাকায়। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ২০ হাজার ৫০৯ কোটি টাকা।

খাত ভিত্তিক লেনদেনে দেখা যায়, গত সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংক খাত। এ খাতে দৈনিক গড় লেনদেন ৭৯ দশমিক ১০ শতাংশ বেড়ে ঠেকেছে ১৬৫ কোটি ৫২ লাখ টাকায়। ওষুধ ও কেমিক্যাল খাতের দৈনিক গড় লেনদেন ৫৩ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ঠেকেছে ১৩১ কোটি ৭৩ লাখ টাকায়। আর প্রকৌশল খাতের ১৬ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৭৪০ কোটি টাকায়।

শেয়ারবাজারে চাঙ্গাভাবে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা কমছে। শেয়ারবাজারে হিসাব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সিডিবিএল'র তথ্য, গত সপ্তাহের চতুর্থ কার্যদিবসে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা নেমেছে ৩ লাখ ৯০ হাজার ৪৯৭টিতে। আগের সপ্তাহে যা ছিল ৩ লাখ ৯৪ হাজার ৫৮৩টি।

দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে চারটিই সবচেয়ে ভালো মানের 'এ' ক্যাটাগরির এবং একটি 'জেড' ক্যাটাগরির কোম্পানি। অন্যদিকে, দাম কমার তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে একটি 'এ' ক্যাটাগরি, তিনটি 'বি' ক্যাটাগরি এবং একটি 'জেড' ক্যাটাগরির কোম্পানি রয়েছে।