চলতি সপ্তাহে পোল্ট্রি ব্যবসায় লাভ গুনছেন আড়াইহাজারের খামারিরা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চলতি সপ্তাহে পোল্ট্রি ব্যবসায় খামারিরা লাভের মুখ দেখছেন বলে জানা গেছে।

গত সপ্তাহে মুরগির পাইকারী দাম অনেক কম ছিল এবং এ সপ্তাহে দাম বেড়েছে বলে জানিয়েছেন এক খামারি। বর্তমানে ব্রয়লার মুরগি পাইকারী ১২৫ টাকা এবং সোনালী কর্ক মুরগি ২৮০ টাকা দরে পাইকারী বিক্রি হচ্ছে বলে জানান তিনি। পাইকারী দাম বেশি হলে খামারিদের লাভ বেশি। গত সপ্তাহে এ দাম ছিল অনেকটাই কম।

আড়াইহাজারের বিভিন্ন এলাকায় কয়েক হাজার পোল্ট্রি ফার্ম রয়েছে। সরেজমিনে দেখতে গিয়ে উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় পাশাপাশি কয়েকটি মুরগির খামার চোখে পড়ে।

খামার মালিক আ. রহমান জানান, গত সপ্তাহে মুরগির পাইকারী দাম কম থাকাতে লোকসান গুনতে হয়েছে। এ সপ্তাহে মুরগির পাইকারী দাম অনেকটা বেশি। খরচের সাথে দামের পার্থক্য করলে এ সপ্তাহে লাভ গত সপ্তাহের চেয়ে বেশি হয়েছে।

উল্লেখ্য, মুরগীর খাবার ও চিকিৎসা খরচের সাথে লাভ লোকসানের হিসেবটা মিলাতে হয়। খরচ বেশি পড়লে লাভ কম, আবার খরচ অপেক্ষাকৃত কম পড়লে লাভ বেশি হয়। তবে এ সপ্তাহে খরচের চেয়ে বিক্রি মূল্য বেশি পাওয়াতে লাভ অনেকটাই বেশি হয়েছে। তাই এ সপ্তাহে মুরগি বিক্রি করে বেশ খুশি খামারিরা।