ঢাকা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাড়ছে পেঁয়াজের ঝাঁজ, স্বস্তি কেবল সবজিতে

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:০১ এএম

রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজি, ডিম, মুরগি ও আটার দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ভোজ্যতেল ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। বিশেষ করে রান্নার অত্যাবশ্যকীয় এই দুই উপকরণের বাড়তি দাম চাপে ফেলেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজারে দেশি পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। বর্তমানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগেও ছিল ১২০ টাকার আশপাশে। তবে বাজারে ওঠা নতুন পেঁয়াজ (পাতাসহ) বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়।

সবজি বিক্রেতা তারেক বলেন, ‘এবার আমদানি ছাড়াই পেঁয়াজের চাহিদা মেটানো হয়েছে। তবে পুরোনো পেঁয়াজের মজুত শেষের দিকে আসায় দাম কিছুটা বেড়েছে। আশা করছি, নতুন পেঁয়াজ পুরোপুরি বাজারে এলে এই দাম বেশি দিন থাকবে না।’

অন্যদিকে ভোজ্যতেলের বাজারেও উত্তাপ বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৯ টাকা বেড়ে ১৯৮ টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল ১৮০ টাকা (আগে ১৭৪) এবং পাম অয়েল ১৬৫ টাকায় (আগে ১৬৩) বিক্রি হচ্ছে।

সবজির বাজারে কিছুটা সুখবর মিলেছে। গত সপ্তাহে যে কাঁচামরিচ ১২০-১৫০ টাকায় বিক্রি হয়েছিল, তা এখন ৭০-১০০ টাকায় নেমে এসেছে। শিমের দাম ১৫০ টাকা থেকে কমে ৬০-৮০ টাকায় এবং টমেটো ১২০-১৪০ টাকা থেকে কমে ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া ফুলকপি ও বাঁধাকপি ৪০-৫০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, দেশি গাজর ৬০-৮০ টাকা এবং নতুন আলু ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলার দাম কিছুটা বেড়ে ১২০-১৪০ টাকা হয়েছে।

নিউমার্কেটে বাজার করতে আসা শিরিন আখতার বলেন, ‘সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে। তবে শীতের ভর মৌসুমে দাম আরও কম হওয়া উচিত ছিল।’

ডিমের দাম ডজনপ্রতি ৫-১০ টাকা কমে ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও কমে ১৫০-১৭০ টাকার মধ্যে রয়েছে। তবে গরুর মাংস ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংস ১,২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। রুই মাছ ৩২০-৩৫০ টাকা, কাতল ৩০০-৪০০ টাকা, পাঙ্গাস ১৮০-২০০ টাকা এবং পাবদা ৩৫০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া আটা, মসুর ডাল ও ছোলার দাম কিছুটা কমেছে। খোলা আটা এখন ৪৫-৪৮ টাকা এবং বড় দানার মসুর ডাল ৯০-১০০ টাকায় পাওয়া যাচ্ছে।

DR/AHA
আরও পড়ুন