মোংলা ইপিজেডে ৮০ লাখ ডলার দিচ্ছে দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ওসিএফ কোম্পানি লিমিটেড মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ৮০ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। 

বুধবার (৭ আগস্ট) রাজধানীর গ্রীণরোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী কার্যালয়ে এই বিনিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে বেপজার পক্ষে স্বাক্ষর করেন বিনিয়োগ উন্নয়ন বিভাগের সদস্য মো. আশরাফুল কবীর এবং ওসিএফ কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাইয়ুন গিল কিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ওসিএফ কোম্পানিটি যে পণ্যগুলো উৎপাদন করবে তার মধ্যে রয়েছে: তাঁবু ও তাঁবু-সংশ্লিষ্ট সামগ্রী, ক্যাম্পিং চেয়ার ও টেবিল, অ্যালুমিনিয়াম ও কার্বন নির্মিত স্কি ও ট্রেকিং পোল, মাউন্টেন স্টিক, ওয়াকিং স্টিক, বেড কট, পেট আসবাব ও ব্যাগ। এই কারখানায় ৮২০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বেপজা সব সময় বৈচিত্র্যময় ও টেকসই শিল্পে বিনিয়োগকে উৎসাহিত করে। ওসিএফ ভবিষ্যতে আরও দক্ষিণ কোরীয় বিনিয়োগ আনতে অগ্রণী ভূমিকা রাখবে।

ওসিএফ চেয়ারম্যান হাইয়ুন গিল কিম বলেন, বেপজার সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। আশা করছি, আগামী বছরের মধ্যে আমাদের কারখানা উৎপাদনে যাবে।