রাজধানীতে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী। ‘১১তম ইয়ার্ন, ফেব্রিক ও অ্যাক্সেসরিজ শো-২০২৫’ আগামী ১৪ আগস্ট থেকে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (ICCB) শুরু হবে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে দেশি-বিদেশি ১০০টিরও বেশি প্রতিষ্ঠান। তারা টেক্সটাইল ও পোশাক শিল্প সংশ্লিষ্ট সুতা, কাপড় এবং আনুষঙ্গিক সামগ্রীর নতুন নতুন উদ্ভাবন তুলে ধরবে।
প্রদর্শনীর মূল লক্ষ্য হলো দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক, রপ্তানিকারক ও বায়িং হাউজগুলোর জন্য এক ছাদের নিচে প্রয়োজনীয় সুতা, ফেব্রিক ও আনুষঙ্গিক সামগ্রী সরবরাহ নিশ্চিত করা। এতে দেশীয় প্রতিষ্ঠানগুলো সহজেই আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ গড়ে তুলতে পারবে।
প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সুতা, রঙিন সুতা, বোনা ও মিশ্র সুতার তৈরি পোশাক, ওভেন ও প্লাশ ফেব্রিক, উলের স্যুট ফেব্রিক, ফ্যাশন প্রিন্টেড ফেব্রিক, স্পোর্টস ফাংশনাল ফেব্রিক এবং হোম ফেব্রিক প্রদর্শিত হবে। এছাড়াও, পোশাকশিল্পের জন্য প্রয়োজনীয় পোস্ট প্রসেস হট স্ট্যাম্পিং, সূচিকর্ম, কম্পোজিট ও ফ্লকিংসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রীও এখানে দেখা যাবে।
প্রদর্শনী আয়োজকরা আশা করছেন, এই আয়োজনের মাধ্যমে দেশীয় পোশাক খাত আরও নতুন প্রযুক্তি ও আন্তর্জাতিক সংযোগে সমৃদ্ধ হবে, যা রপ্তানি বাজারে প্রতিযোগিতা বাড়াতে সহায়ক হবে।
প্রদর্শনীটি চলবে ১৭ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুধুমাত্র ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।