বিশ্ববাজারে ফের কমলো সোনার দাম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের সংশোধন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাবে দেশের বাজারেও সোনার দাম একটি নির্দিষ্ট অবস্থানে রয়েছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম আউন্স প্রতি প্রায় ১১০ ডলার কমেছে।

বাংলাদেশ সময় সকাল ১১টা ৩৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৫.৬২ ডলারে নেমে আসে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৪.৪০ ডলারে দাঁড়িয়েছে।

গত ২৯ ডিসেম্বর ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯ দশমিক ৭১ ডলারে লেনদেন হয় স্বর্ণ। সে তুলনায় সপ্তাহখানেকের ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ১১০ ডলার কমেছে। ডলারের মূল্যবৃদ্ধি ও মুনাফা গ্রহণের প্রবণতার কারণে সোনার দামের ঊর্ধ্বগতি সীমিত হয়ে পড়েছে।

এদিকে স্পট রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ০৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত ২৯ ডিসেম্বর সর্বকালের সর্বোচ্চ ৮৩ দশমিক ৬২ ডলারে পৌঁছেছিল রুপার দাম।

এইচএসবিসি জানিয়েছে, ২০২৬ সালে রুপার দাম প্রতি আউন্স ৫৮ থেকে ৮৮ ডলারের মধ্যে লেনদেন হতে পারে। বিনিয়োগ চাহিদা এবং উচ্চ সোনার মূল্য এর পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে। তবে বছরের শেষ দিকে বড় দরপতনের ঝুঁকির কথাও জানিয়েছে ব্যাংকটি।

এদিকে দেশের বাজারে আজ বৃহস্পতিবার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতনপদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

NB/FJ
আরও পড়ুন