ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের মামলায় শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ল্যান্ড মার্ক লিমিটেডের চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রোববার (১৭ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সাজ্জাতুজ জুম্মা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার খেলাপি বিনিয়োগ গ্রাহক। ঋণ খেলাপির দায়ে ২০১৪ সালের ২৭ এপ্রিল তার বিরুদ্ধে এনআই অ্যাক্টের মামলা দায়ের করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দিলকুশা শাখা।
ওই মামলায় আদালত কর্তৃক সাজ্জাতুজ জুম্মার বিরুদ্বে এক বছরের কারাদণ্ডাদেশ ও তিন কোটি টাকা জরিমানা ধার্য্য করে রায় দেন।
শনিবার (১৬ আগস্ট) গুলশান থানা পুলিশ খেলাপি গ্রাহক সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করে আদালতে তোলেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার খেলাপি বিনিয়োগটির বর্তমান স্থিতি ৪১.০২ কোটি (একচল্লিশ কোটি দুই লক্ষ) টাকা।
জানা গেছে, সাজ্জাতুজ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে একটি ব্যাংকে খেলাপি হওয়ার কারণে তাকে শাহজালাল ব্যাংকের বোর্ড থেকে অপসারণ করা হয়।