ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশে ৩৪ দশমিক ৬ শতাংশই খেলাপি ঋণ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

চলতি বছরের জুন পর্যন্ত দেশে বিতরণকৃত মোট ঋণের ৩৪ দশমিক ৬ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। যা ২০০০ সালের পর সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।

বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের মার্চে নন-পারফর্মিং ঋণের হার ছিল ২৪ দশমিক ৬ শতাংশ। একবছর আগে গত বছরের জুনে এ হার ছিল মাত্র ১২ দশমিক ২ শতাংশ। চলতি বছরের জুনের শেষে মোট ঋণ ও অগ্রিম দাঁড়ায় ১৭ লাখ ৩৪ হাজার ২০০ কোটি টাকা, যার মধ্যে ৫ লাখ ৯৯ হাজার ৯৬৪ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সরাসরি খেলাপি ঋণের পরিমাণ উল্লেখ না করলেও ত্রৈমাসিক হিসাব অনুযায়ী বিতরণকৃত মোট ঋণের ৩৪ দশমিক ৬ শতাংশই খেলাপি।

গত বছরের জুনে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ একবছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৭৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, জুনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৫২ হাজার ৭৫৫ কোটি টাকায়, যা এসব ব্যাংকের মোট ঋণের ৪৪ দশমিক ৬ শতাংশ।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর নন-পারফর্মিং ঋণ ছিল প্রায় ৪ লাখ ২৫ হাজার ৬৬০ কোটি টাকা, যা তাদের বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ৯ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১৯ হাজার ৩০৫ কোটি টাকা, যা তাদের ঋণের ৩৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ ২ হাজার ৯৫২ কোটি টাকা, যা তাদের ঋণের মাত্র ৬ দশমিক ১ শতাংশ।

পূর্ববর্তী সরকারের সময়ে ব্যাপক ঋণ অনিয়মের কারণে ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি ইসলামি ব্যাংকে খেলাপি ঋণও দ্রুত বেড়েছে।

সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) শ্রেণিকৃত ঋণের তথ্য প্রস্তুত করে থাকে। তবে জুন ত্রৈমাসিকের তথ্য তারা প্রকাশ করেনি।

এর পরিবর্তে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ সরাসরি ব্যাংকগুলো থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি প্রস্তুত করেছে, ফলে দুটি বিভাগের তথ্যের মধ্যে অমিল থাকতে পারে।

এদিকে খেলাপি ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পরিধি আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বিরূপমানে থাকা সব খেলাপি ঋণ এখন বিশেষ সুবিধায় পুনঃতফসিলের সুযোগ পাবে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক কাঠামো পুনর্গঠনে নতুন করে এই ছাড় দেয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

FJ
আরও পড়ুন