জুলাইয়ে রাজস্ব আদায় ২৭২৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২৪.৩২ শতাংশ

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৮৬৩ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। যা মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার ১১১ কোটি টাকা থেকে কিছু কম। তবে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি হয়েছে।

বুধবার (২০ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের সবশেষ প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে।

এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগ প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় তিন হাজার কোটি টাকা কম হয়েছে।

খাতভিত্তিক চিত্র

জুলাইয়ে স্থানীয় সম্পূরক শুল্ক থেকে সর্বোচ্চ প্রবৃদ্ধি, যা আগের বছরের তুলনায় প্রায় দেড়গুণ বেড়েছে। ভ্রমণ কর ও টার্নওভার কর আদায় হয়নি। কাস্টমস থেকে ৯ হাজার ৬০১ কোটি, ভ্যাট থেকে ১১ হাজার ৩৫২ কোটি এবং আয়কর থেকে ৬ হাজার ২৯৪ কোটি টাকা আদায় হয়েছে।

প্রবৃদ্ধি ও ঘাটতি

গত বছরের জুলাইয়ে রাজস্ব ছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা, চলতি বছরে ২৪.৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৮৬৪ কোটি টাকার ঘাটতি রয়েছে। আমদানি শুল্ক ও ভ্যাটে ধীরগতি থাকলেও স্থানীয় ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি সামগ্রিক রাজস্ব বাড়িয়েছে। অর্থনীতির চাপ ও শুল্কনীতির পরিবর্তন রাজস্ব আদায়ে প্রভাব ফেলেছে।