টানা তৃতীয়বার কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ তালিকায় যমুনা ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের টেকসই ব্যাংক রেটিংয়ে শীর্ষ ১০ তালিকায় স্থান পেয়েছে যমুনা ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বার দেশের শীর্ষ ব্যাংকের তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখল প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়ন, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি, সেবার বিস্তৃতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বহুমুখী সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২৪ সালের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় আবারও স্থান পেয়েছে যমুনা ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন গভর্নর ড. আহসান এইচ. মনসুর।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলী, যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ প্রসান্ত সামিরসহ অন্যান্য কর্মকর্তারা।

সম্মাননা প্রাপ্তির পর কৃতজ্ঞতা প্রকাশ করে এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন- যমুনা ব্যাংকের গৃহীত টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগগুলো শুধু সামাজিক দায়বদ্ধতার নিদর্শন নয়, বরং এগুলো আমাদের ব্যাংকের আর্থিক ভিত্তি সুদৃঢ় করার দিকেও একটি সুপরিকল্পিত কৌশল। আমরা মনে করি, এই রেটিং শুধু একটি স্বীকৃতি নয়; বরং আমাদের দায়িত্বশীল ও ভবিষ্যৎমুখী ব্যাংকিংয়ের প্রতিফলন।