প্রথমবার লভ্যাংশ দিচ্ছে না প্রিমিয়ার ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পিএলসি ২০২৪ অর্থ বছরে উল্লেখযোগ্য মুনাফা কমে যাওয়ায় শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথমবার বিনিয়োগকারীরা লভ্যাংশ থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ তথ্য জানায় ব্যাংকটি।

ডিএসই প্রকাশিত তথ্যানুযায়ী, প্রিমিয়ার ব্যাংকের ২০২৪ অর্থ বছরে শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (EPS) দাঁড়িয়েছে ১ টাকা ৯ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৩৭ পয়সা। অর্থাৎ মুনাফা কমেছে ৬৭.৬৬ শতাংশ।

ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সা, তবে নগদ পরিচালন প্রবাহ (NOCFPS) হয়েছে ঋণাত্মক ৪ টাকা ৫৫ পয়সা, যা উদ্বেগজনক।

২০২৫ অর্থ বছরের প্রথমার্ধে (জানুয়ারি–জুন) ব্যাংকটি শেয়ারপ্রতি ১ টাকা ১১ পয়সা লোকসান গুনেছে। এর মধ্যে শুধুমাত্র এপ্রিল–জুন প্রান্তিকে লোকসান হয়েছে শেয়ারপ্রতি ১ টাকা ৩৩ পয়সা। একই সময়ের মধ্যে নগদ পরিচালন প্রবাহ আরও নিচে নেমে গিয়ে দাঁড়িয়েছে মাইনাস ৭ টাকা ৬৪ পয়সা। এই পরিস্থিতিতে ব্যাংকের শেয়ারপ্রতি সম্পদমূল্য কমে এসেছে ২০ টাকা ৫৩ পয়সায়।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, মুনাফা হ্রাস এবং লোকসানের প্রধান কারণ হলো, সুদের ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ হ্রাস। এই দুই কারণে ব্যাংকটি আর্থিকভাবে চাপে পড়েছে।

ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ অক্টোবর সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। শেয়ারহোল্ডারদের ভোটের জন্য এজেন্ডাগুলো সেখানে উপস্থাপন করা হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর।