ব্লক মার্কেটে ১৬৫ কোটি টাকার লেনদেন

গেল সপ্তাহের পাঁচ কার্যদিবসে (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর মধ্যে ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৬৫ কোটি ৮৭ লাখ টাকা। ব্লক মার্কেট লেনদেনে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সপ্তাহজুড়ে ওরিয়ন ইনফিউশনের মোট ৫৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৫৭১ টাকা ৬০ পয়সা।

ব্লক মার্কেট লেনদেনে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) লেনদেন শেষে শেয়ারটির মূল্য দাঁড়ায় ১৩৮ টাকা ৬০ পয়সা।

তৃতীয় অবস্থানে থাকা পুবালী ব্যাংক লিমিটেডের ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৯ কোটি ১০ লাখ টাকা। সপ্তাহ শেষে ব্যাংকটির শেয়ারদর ছিল ২৯ টাকা ৯০ পয়সা।

এছাড়া, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮ কোটি ৬৯ লাখ, ফাইন ফুডস লিমিটেডের ৫ কোটি ৮৬ লাখ, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৫৮ লাখ, গ্রামীণফোনের ৫ কোটি ১৬ লাখ, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৮৯ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪ কোটি ১৯ লাখ এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ব্লক মার্কেটের এমন লেনদেন পুঁজিবাজারে কিছুটা গতি ফিরিয়ে আনতে সহায়ক হলেও, সাধারণ বিনিয়োগকারীদের জন্য সরাসরি প্রভাব তুলনামূলকভাবে কম।