কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশনের জন্য বেসরকারি খাতের মিডল্যান্ড ব্যাংকের সব ধরনের কার্যক্রম তিন দিন বন্ধ থাকবে। আগামী ১ অক্টোবর সকাল ৮টা থেকে ৪ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ব্যাংকটিতে লেনদেনসহ কোনো ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে না। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মিডল্যান্ড ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে ১ অক্টোবর ২০২৫ সকাল ৮টা থেকে ৪ অক্টোবর ২০২৫ সকাল ৮টা পর্যন্ত তিন দিন সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে মিডল্যান্ড ব্যাংক পিএলসির আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রমের মধ্যে রয়েছে শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, ডেবিট কার্ড, এটিএম, বিএসিপিএস, বিইএফটিএন, আরটিজিএস, এনপিএসবি ইত্যাদি। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কোর ব্যাংকিং হলো একটি ব্যাংকিং সেবা, যা নেটওয়ার্কভুক্ত শাখাগুলোর মাধ্যমে সরবরাহ করা হয়। এতে গ্রাহকরা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন এবং যেকোনো শাখা অফিস থেকেই মৌলিক লেনদেন সম্পন্ন করতে পারেন। কোর ব্যাংকিং সাধারণত খুচরা ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত এবং অনেক ব্যাংক খুচরা গ্রাহকদের তাঁদের প্রধান গ্রাহক হিসেবে বিবেচনা করে। ব্যবসা–প্রতিষ্ঠানগুলো সাধারণত কর্পোরেট ব্যাংকিং বিভাগের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। কোর ব্যাংকিংয়ের মাধ্যমে মূলত জমা গ্রহণ এবং ঋণ প্রদান করা হয়।
কোর ব্যাংকিংয়ের আওতায় লেনদেনের অ্যাকাউন্ট, ঋণ, বন্ধক ও অর্থ প্রদানের সুবিধা অন্তর্ভুক্ত থাকে। ব্যাংকগুলো এই সেবাগুলোকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যেমন স্বয়ংক্রিয় টেলার মেশিন (এটিএম), ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং শাখাগুলোর মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেয়। ব্যাংকিং সফটওয়্যার ও নেটওয়ার্ক প্রযুক্তি ব্যাংককে তাদের রেকর্ড সংরক্ষণ কেন্দ্রীভূত করতে এবং যেকোনো স্থান থেকে তা অ্যাক্সেসের অনুমতি দেয়।