সেপ্টেম্বরে সোনার ভরিতে বেড়েছে ২১ হাজার টাকা

সেপ্টেম্বর মাস জুড়ে অস্থির ছিল দেশের সোনার বাজার। পুরো মাসে মোট ১২ বার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে ১০ বারই বেড়েছে দাম, কমেছে মাত্র দুইবার।

সবশেষ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানো হয়। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা- যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা নির্দারন করা হয় ভরিপ্রতি।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৯ বার সোনার দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ৪১ বার বেড়েছে, আর কমেছে মাত্র ১৮ বার। গত বছর পুরো বছরে দাম সমন্বয় হয়েছিল ৬২ বার।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলার দুর্বল হওয়া, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তা, বিশ্বব্যাপী সোনার মজুত বৃদ্ধি, আর্থিক খাতের অস্থিতিশীলতা এবং ভূরাজনৈতিক অস্থিরতাই মূল কারণ।