বিনিয়োগ প্রসারে তুরস্ক সফরে বাংলাদেশি প্রতিনিধি দল

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিনিয়োগ সহযোগিতা জোরদার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল ছয় দিনের সরকারি সফরে আজ তুরস্কে পৌঁছেছে।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) এর নির্বাহী চেয়ারম্যান এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ছয় দিনের সফরে আজ তুরস্কে পৌঁছেছে।

প্রতিনিধি দলে রয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা। সফরটিতে প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে  ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

৭ ও ৮ অক্টোবর প্রতিনিধি দলটি তুরস্কের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর সঙ্গে সরকার–বাণিজ্য (G2B) বৈঠকে অংশ নেবে। এসব আলোচনায় বাংলাদেশে ইতোমধ্যে বিনিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নতুন বিনিয়োগে আগ্রহী তুর্কি ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন । বৈঠকগুলোতে বস্ত্র, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি, প্রক্রিয়াজাত খাদ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), লজিস্টিকস, ভোক্তাপণ্য (FMCG), স্বাস্থ্যসেবা এবং ইলেকট্রনিকসসহ সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর পাশাপাশি, প্রতিনিধি দলটি ইনভেস্ট ইন তুর্কিয়ে (Invest in Türkiye)–এর সঙ্গে একটি প্রাতিষ্ঠানিক তথ্য ও প্রযুক্তি বিনিময় কর্মসূচিতে অংশ নেবে। আইএফসি–এর সহায়তায় এই কর্মসূচিতে বিডার কর্মকর্তারা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) পাইপলাইন উন্নয়ন, বিনিয়োগকারী সেবা এবং নীতিগত সংস্কারবিষয়ক দক্ষতা বৃদ্ধির কর্মশালায় অংশগ্রহণ করবেন। এই সহযোগিতার মাধ্যমে বিডা তুরস্কের অভিজ্ঞতা থেকে শিখে নিজস্ব বিনিয়োগ সহায়তা প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করার উদ্যোগ গ্রহণ করবে।

সফরের শেষ দিনে, ৯ অক্টোবর, ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ–তুরস্ক বিনিয়োগ সেমিনার, যা যৌথভাবে আয়োজন করছে বিডা ও বাংলাদেশ দূতাবাস, তুরস্ক। সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও প্রস্তুতি তুলে ধরা হবে। পাশাপাশি, Koç Holdings, Aygaz–এর মতো প্রতিষ্ঠানের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরা হবে। অনুষ্ঠানে থাকবে খাতভিত্তিক উপস্থাপনা, প্রশ্নোত্তর সেশন এবং তুর্কি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের সরকারি প্রতিনিধিদের নেটওয়ার্কিং পর্ব।

এই সফর সম্পর্কে বিডার ব্যবসায়িক উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি বলেন, বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে আমাদের বিদ্যমান তুর্কি বিনিয়োগকারীদের আমন্ত্রণে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের কৌশলগত অবস্থান, স্থিতিশীল প্রবৃদ্ধি এবং গতিশীল অর্থনৈতিক পরিবেশ নতুন তুর্কি কোম্পানিগুলোর আগ্রহ আরও বাড়িয়ে তুলছে। এই সফর কেবল খাত–প্রচার নয়, বরং তাৎপর্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি বিডার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি আরও বলেন, আমরা এই কার্যক্রমে সহযোগিতা ও সহায়তার জন্য আইএফসি–এর প্রতি কৃতজ্ঞ। এই অভিজ্ঞতা বিডার চলমান বিনিয়োগবান্ধব সংস্কার কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

এই সফর বাংলাদেশের বিনিয়োগ কূটনীতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার লক্ষ্য তুরস্কসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক, আধুনিক ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা।