ডিজিটাল লেনদেনে নতুন যুগের সূচনা

ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও আন্তঃপরিচালনাযোগ্য করতে বড় পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। আন্তঃলেনদেন (ইন্টার-অপারেবল) সেবা চালু হচ্ছে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে। এই সেবা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সেবার আওতায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য এমএফএস অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে, আবার উল্টোভাবে এমএফএস থেকে ব্যাংকে টাকা স্থানান্তর করাও সম্ভব হবে।

এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (PSD) সোমবার (১৩ অক্টোবর) একটি সার্কুলার জারি করে জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (NPSB) প্ল্যাটফর্মে ইন্টার-অপারেবল লেনদেনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

সার্কুলারে বলা হয়, এনপিএসবি প্ল্যাটফর্মে ব্যাংক, এমএফএস, পিএসপি ও ডিজিটাল ব্যাংকগুলো একটি একক প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। এর ফলে লেনদেনের গতি, সহজতা ও নিরাপত্তা বহুগুণে বাড়বে। এই উদ্যোগের লক্ষ্য দেশের অর্থনীতিতে নগদ নির্ভরতা কমানো এবং ডিজিটাল ফিন্যান্সের প্রসার ঘটানো।

ইন্টার-অপারেবল লেনদেনে নির্ধারিত হারে সেবা ফি প্রযোজ্য হবে, যা প্রেরকের হিসাব থেকে কাটা হবে। তবে প্রাপকের কাছ থেকে কোনো চার্জ নেওয়া যাবে না। এর মধ্যে ব্যাংক সর্বোচ্চ ০.১৫ শতাংশ, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ০.২০ শতাংশ এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান সর্বোচ্চ ০.৮৫ শতাংশ পর্যন্ত ফি নিতে পারবে। 

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, এখন থেকে এনপিএসবি প্ল্যাটফর্মে ব্যাংক থেকে মোবাইল অ্যাকাউন্টে ১ হাজার টাকা পাঠাতে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা ফি দিতে হবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে মোবাইল অ্যাকাউন্টে অর্থ পাঠাতে খরচ হবে ২ টাকা, আর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে। 

এছাড়া, এনপিএসবি প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যাংক টু ব্যাংক তহবিল স্থানান্তরের বর্তমান নিয়ম অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস অপারেটর ও পিএসপি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইওদের কাছে পাঠিয়েছে। এতে আগামী ১ নভেম্বর থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।