‘মিরপুরে আগুন লাগা কারখানা বিজিএমইএ’র সদস্য নয়’

মিরপুরে যে কারখানায় আগুন লেগেছে তা বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যভূক্ত কোনও পোশাক শিল্প প্রতিষ্ঠান নয়, এটি একটি ওয়াশিং কারখানা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পোশাক শিল্প মালিকদের (বিজিএমইএ) সংগঠন ।

বিবৃতিতে বলা হয়, মিরপুরে শাহ আলী ওয়াশিং ও রাসায়নিক গোডাউনে আগুন লেগে হতাহতের ঘটনায় বিজিএমইএ গভীর দুঃখ প্রকাশ করছে। পাশাপাশি নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে বিজিএমইএ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ৪০ মিনিটের দিকে ঢাকার মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগা ভবনটিতে একটি পোশাক কারখানা এবং একটি রাসায়নিকের গোডাউন ছিল। আগুন লাগার পরই তা দ্রুতই ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ১৬ জনের।

পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিক কারখানায় এখনও নিয়ন্ত্রণ আসেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।