কাশ্মীরি পোশাক (উলজাত পণ্য) ও চামড়া রপ্তানি বৃদ্ধিতে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় অংশীদার হিসেবে দেখছে মঙ্গোলিয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক সৌজন্য বৈঠকে এ আগ্রহের কথা জানান ভারতে নিযুক্ত মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গানবোল্ড দামবাজাভ।
বিজিএমইএ নেতাদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, মঙ্গোলিয়া তাদের উল ও চামড়া রপ্তানি সম্প্রসারণে বাংলাদেশের দক্ষতা ও শিল্প কাঠামোকে কাজে লাগাতে চায়। এছাড়া মঙ্গোলিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের অর্থনৈতিক চুক্তি থাকায়, বাংলাদেশি উদ্যোক্তারা সেখানে বিনিয়োগ করলে ওইসব বাজারে শুল্ক সুবিধাসহ পণ্য রপ্তানির বড় সুযোগ পাবেন।
বৈঠকে মঙ্গোলিয়ার নির্মাণ, সড়ক উন্নয়ন, কৃষি এবং খনি (মাইনিং) খাতে দক্ষ বাংলাদেশি শ্রমিকের চাহিদার বিষয়টিও তুলে ধরা হয়। বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, রপ্তানি বাজার বৈচিত্র্যকরণের উদ্যোগে মঙ্গোলিয়ার সঙ্গে এ সহযোগিতা শিল্পখাতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বৈঠকে একটি সময়বদ্ধ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় আগামী মার্চে দুই দেশের চেম্বারের মধ্যে ভার্চুয়াল সভা, এপ্রিলে মঙ্গোলিয়া থেকে ট্রেড মিশনের ঢাকা সফর এবং জুন-জুলাই মাসে বিজিএমইএ প্রতিনিধিদলের মঙ্গোলিয়া সফরের সিদ্ধান্ত গৃহীত হয়।
ডিমে স্বস্তি, নাগালের বাইরে নিত্যপণ্যের দাম