রাজধানীর বিভিন্ন বাজারে শীত মৌসুমের সবজি সরবরাহ শুরু হয়েছে, তবে ক্রেতাদের স্বস্তি ফেরেনি। ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, লাউ, মুলা সহ নানা শীতকালীন সবজি বাজারে ভরপুর থাকলেও দাম এখনও অনেক বেশি রয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রামপুরা এলাকার বউ বাজারে দেখা গেছে, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, শিম ৭০-৮০ টাকা কেজি, লাউ ৬০ টাকা, মুলা ৩০-৪০ টাকা কেজি, কাঁচা মিষ্টি কুমড়া ১৫০ টাকা পিস ও আলু ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, শীতের মৌসুমে এসব সবজির দাম স্বাভাবিকভাবে কমে আসা উচিত, কিন্তু এবার তা হচ্ছে না।
বাজারে খুচরা বিক্রেতারা বলছেন, তারা বিভিন্ন কোয়ালিটির সবজি কারওয়ান বাজার থেকে আনে। একই সবজির দাম কোয়ালিটি অনুযায়ী পরিবর্তিত হয়। এছাড়া কৃষকরা আগাম চাষ করা নতুন সবজির জন্য ভালো দাম পাচ্ছেন। অক্টোবরের বৃষ্টিতে কিছু সবজি নষ্ট হওয়ায় এখন বাজারে দাম বেশি।
কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৭ নভেম্বর ঢাকার বাজারে আলু ১৯ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, শিম ৭০ টাকা কেজি, ফুলকপি ও বাঁধাকপি ৩৫ টাকা পিস, লাউ ৪৫ টাকা, মুলা ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
বাজারে দেখা গেছে, টমেটো প্রতি কেজি ১২০-১৪০ টাকা, শিম ১২০-১৫০ টাকা, বেগুন ৮০ টাকা, করলা ৮০-১০০ টাকা, ঢ্যাঁড়শ ৭০-৮০ টাকা, পটোল ৫০-৬০ টাকা ও মুলা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম ওঠানামা করছে, বর্তমানে ১১০-১১৫ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ, মুরগি ও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকা কেজি, সোনালি মুরগি ২৫০-২৮০ টাকা, দেশি মুরগি ৫৫০-৬০০ টাকা, লেয়ার মুরগি ২৮০ টাকা। ডিম প্রতি ডজন লাল ১২০ টাকা, সাদা ১১৫ টাকা।
বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তবে অক্টোবরের বৃষ্টির কারণে ফসলের ক্ষতি ও আগাম চাষের প্রভাবের কারণে দাম এখনও কমেনি। বিক্রেতারা আশা করছেন, কয়েক দিনের মধ্যে সরবরাহ বাড়লে শীতকালীন সবজির দাম আরও কমতে পারে।