ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে যুক্তরাষ্ট্র

ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে রয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এই সামরিক হামলার আশঙ্কায় ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৫ জানুয়ারি) ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মোতায়েন সম্পূর্ণ করতে আরও কয়েক দিন সময় লাগবে। বর্তমানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করেছে। এই মোতায়েনের অংশ হিসেবে আনা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন, ইরানের দিকে একটি বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে। ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই সতর্কবার্তা দেওয়া হয় বলে জানিয়েছে ওয়াশিংটন।

সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ নিহত এবং দশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছেন। তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ ব্যাহত থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড এখনো নতুন কোনো জননির্দেশনা জারি করেনি। সংস্থাটি জানিয়েছে, হুমকির পরিবেশ এলে তা জনসাধারণকে জানানো হবে।

অন্যদিকে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেন, তেহরান ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।